মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানকে বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার

ভারতীয় ফুটবলে বিশেষ অবদানের জন্য কলকাতা ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানকে বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার।

July 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতীয় ফুটবলে বিশেষ অবদানের জন্য কলকাতা ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানকে বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান কর্তাদের হাতে এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তিন ক্লাবের সভাপতিকে চিঠি দে‍ওয়া হয়েছে। সেই চিঠিতে তিন ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলা তথা ভারতীয় ফুটবলে ময়দানের তিন শতাব্দী প্রাচীন ক্লাবের অবদানকে স্বীকৃতি দিতেই বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এমনিতেই মুখ্যমন্ত্রী সবসময় তিন প্রধানের পাশে দাঁড়িয়েছেন। ইস্টবেঙ্গলকে ইনভেস্টর এনে দেওয়ায় গত তিন বছর ধরে বড় ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহামেডান ক্লাবকেও তিনি আইএসএলে দেখতে চান। তিন প্রধান ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার সিদ্ধান্তে বাংলার ফুটবল মহলে এখন খুশির হাওয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen