দীপাবলি ও ছটপুজো উপলক্ষ্যে বাড়তি ট্রেন, ঘোষণা করলো পূর্ব রেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩৭: উৎসবের মরশুম (Festive season) এলেই শহরজুড়ে শুরু হয় ঘরে ফেরার তোড়জোড়। সামনেই দীপাবলি (Diwali), ভাইফোঁটা (Bhai Dooj) ও ছটপুজো (Chhath Pujo), তাই যাত্রীদের সুবিধার্থে বড় ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railway)। চালু হচ্ছে বাড়তি বিশেষ ট্রেন পরিষেবা (Train Service during Diwali)।
এই পরিষেবা শুরু হয়েছে ৫ অক্টোবর থেকে, তবে মূল ভিড়ের সময় হিসেবে রেল কর্তৃপক্ষ ২০ থেকে ৩০ অক্টোবরকে চিহ্নিত করেছে।
রেলের ঘোষণা অনুযায়ী:
২১ থেকে ২৭ অক্টোবর চলবে ১৪৪টি বিশেষ ট্রেন। আর ২৮ থেকে ৩০ অক্টোবর ছটপুজোর সময় চলবে ৫০৭টি অতিরিক্ত ট্রেন।
এই ট্রেনগুলো ছাড়বে হাওড়া, শিয়ালদহ (Sealdah), কলকাতা স্টেশন (Kolkata Station), আসানসোল (Asansole) ও মালদহ টাউন (Maldah Town) থেকে। গন্তব্যের মধ্যে রয়েছে রক্সৌল, পাটনা (Patna), গোরক্ষপুর, নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri), দিঘা (Digha), মধুবনি, লামডিং, আনন্দ বিহার টার্মিনাল, লখনউ (Lucknow) ও ভাদোদরা।
যাত্রীদের আরাম ও নিরাপত্তারর কথা মাথায় রেখে ট্রেনের আসন ও বার্থগুলো দীর্ঘ যাত্রার উপযোগী করা হয়েছে।
প্রতিটি বড় স্টেশনে থাকবে রেল পুলিশ এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে।
জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবে বিশেষ প্রশিক্ষিত দল।
পূর্ব রেল জানিয়েছে, ট্রেনে বা স্টেশনে আতসবাজি বহন নিষিদ্ধ এবং নিরাপত্তার জন্য ফুটওভারব্রিজ ব্যবহার করে ওঠানামা করার পরামর্শ দিয়েছেন তারা।