এই গরমেই এসি লোকাল ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে

সবকিছু ঠিকঠাক থাকলে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি এসি রেকটি চলতি সপ্তাহে শহরে ঢুকে যাবে।

April 24, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পূর্ব ভারতে প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে কলকাতায়। শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের এই শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন আগামী কয়েক মাসের মধ্যেই যাত্রী নিয়ে ছুটতে শুরু করবে। সবকিছু ঠিকঠাক থাকলে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি এসি রেকটি চলতি সপ্তাহে শহরে ঢুকে যাবে।

কোন রুটে বা ভাড়া কত হবে, সে বিষয়েও ভাবনাচিন্তা চলছে। গোটা দেশের মধ্যে প্রথম মুম্বইয়েই এসি লোকাল চালু হয়েছিল। পরে চেন্নাইয়ে। বছর দুয়েক আগে শহরতলির শাখাগুলিতে এসি লোকাল ট্রেন চালানোর প্রশ্নে আগ্রহের কথা জানিয়েছিল শিয়ালদহ ডিভিশন। তবে নানা কারণে তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ বিভাগের জন্য দু’টি বাতানুকূল ট্রেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। তা এখন পরীক্ষাধীন। রেল কর্তৃপক্ষ আশাবাদী, খুব তাড়াতাড়িই শিয়ালদহ বিভাগে এসি লোকাল চালানো হবে।

ফলে আসন্ন চরম দাবদাহের সময়ে ট্রেন যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দেবে এই এসি লোকাল। তবে তার জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে। সূত্রে দাবি, বর্তমানে জারি থাকা ন্যূনতম ভাড়ার ৭ থেকে ১০ গুণ বেশি ভাড়া হতে পারে এই এসি লোকালের। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ ট্রেনে যে দূরত্ব যেতে যাত্রীরা ৫ টাকার টিকিট কাটেন, এসি ট্রেনে চাপলে তা বেড়ে ৩৫ থেকে ৫০ টাকা হতে পারে। তবে কোন রুটে এই এসি লোকাল চলবে, তা এখনও স্থির হয়নি। এ প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম বলেন, এসি লোকাল চালানোর বিষয়টি পরিকল্পনায় রয়েছে। রেল বোর্ড ও হেড কোয়ার্টারের চূড়ান্ত অনুমোদনের পরই তা স্থির হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen