ECI Bypoll Elections Results 2025: ৫০ শতাংশও নয়! কালীগঞ্জে হিন্দুদের মাত্র ৪৮ শতাংশ ভোট পেয়েছে বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যুক্তি, রাজ্যের ৭৮টি মুসলিম অধ্যুষিত বিধানসভা আসনের অন্যতম হল কালীগঞ্জ।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৬: কালীগঞ্জ উপনির্বাচনে (Kaliganj By-Election) এবারও জেতা হল না বিজেপির (BJP)। গত কয়েকমাস ধরে বিজেপি একটাই স্লোগান দিচ্ছে— সব হিন্দু ভাই ভাই। হিন্দু ভোট এক করো। বিজেপির আবেদনে সাড়া মিলল না।
যদিও কালীগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে বাজেভাবে হারলেও তাদের নৈতিক জয় হয়েছে বলে দাবি করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যুক্তি, রাজ্যের ৭৮টি মুসলিম অধ্যুষিত বিধানসভা আসনের অন্যতম হল কালীগঞ্জ। তাই সেখানকার ১০৯টি হিন্দু বুথকেই টার্গেট করা হয়েছিল। সেখানে বিজেপি ৭০-৮০ শতাংশ ভোট পেয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু।
কিন্তু পরিসংখ্যান দিয়ে শুভেন্দুর সেই যুক্তি খারিজ করে দিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছেন, ‘কালীগঞ্জে প্রায় ১,০৮,০০০ হিন্দু ভোট। ২৩ রাউন্ড গণনার শেষে বিজেপি মোট ভোট পেয়েছে ৫২,৪২৪। এখন যদি ধরে নিই বিজেপির প্রাপ্ত ভোট পুরোটাই হিন্দুদের, তার মানে মাত্র ৪৮ শতাংশ হিন্দু ভোট বিজেপি পেয়েছে। বাকি ৫২ শতাংশের অধিকাংশই পেয়েছে তৃণমূল। কিছুটা পেয়েছে কংগ্রেস।’