Eden Test IND Vs SA: ইডেন টেস্টে ৩০ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

দেখুন ইডেন টেস্টের প্রতি মুহূর্তের LIVE UPDATE
Day 3:
১৪.১১: ৩০ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
১৪.০০: ১ রান করে আউট কুলদীপ
১৩.৪৮: শেষ হলো ওয়াশিংটনের লড়াকু ইনিংস। ৯২ বলে ৩১ করে আউট হলেন তিনি
১৩.৪৫: ২৯ ওভার শেষে ভারতের স্কোর ৬৮/৫
১৩.৩১: ২৬ ওভার শেষে ভারতের স্কোর ৬০/৪
১৩.০৫: ২ রান বানিয়ে আউট ঋষভ পন্থ
১২.৫০: ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৩৬/৩
১২.৪২: ১৩ করে আউট ধ্রুব জুরেল
১২.২৪: ৯ ওভার শেষে ভারতের স্কোর ২৫/২
১২.১০: লাঞ্চের পর মাঠে নামলেন জুরেল এবং ওয়াসিংটন
১১.১২: ১ রান করে আউট কে এল রাহুল।
১১.০৫: শুন্য রানে আউট জয়সওয়াল
১০.৫০: শুন্য রানা করে সিরাজের শিকার কেশব মহারাজ
১০.৪৫: ৭ রান করে আউট হার্মার, দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫৩/৯
১০.২৫: ৫০ করলেন অধিনায়ক বাভুমা
১০.১২: ২৫ রান করে আউট হলেন করবিন
১০.০৫: ১০০ রানের লিড পার করলো আফ্রিকা, ৪৫ ওভার শেষে স্কোর ১৩১/৭
৯.৪৫: দঃ আফ্রিকার স্কোর ৪০ ওভার শেষে ১০৬/৭
Day 2:
১৬:০০: ৯ রান করে আউট ভেরেইনি
১৫:৪৯: ২৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬০-৫
১৫:৩৯: পঞ্চম উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার, ৫ রান করে আউট স্টাবস্
১৫:১৫: ২ রান করে জাদেজার বলে আউট জর্জি
১৫:০০: ১১ রান করে জাদেজার বলে আউট মুলডার
১৪:৫০: ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান 38-২, মুলডার ১১*, বাভুমা ৪*
১৪:৩৯: জাদেজার বলে ৪ রান করে আউট মার্করাম
১৪:১৩: প্রথম উইকেটের পতন, কুলদীপের বলে মাত্র ১১ রান করে আউট রিকেলটন
১৪:০৮: ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ১৫-০, রায়ান রিকাল্টন ৯*, এডেন মার্করাম ২*
১৩:৩৮: ১৮৯ রানে অল আউট ভারত
১৩:২২: ১ রান করে আউট সিরাজ, ৬০ ওভার শেষে ভারতের রান ১৮৭-৮, অক্ষর ১৫*, বুমরাহ ০*
১৩:০৪: ১ রান করে আউট কুলদীপ যাদব
১২:৪০: ৫৫ ওভার শেষে ভারতের রান ১৭২-৬, অক্ষর ২*, কুলদীপ ১*
১২:৩৬: আরও একটি উইকেটের পতন, ২৭ রান করে আউট জাদেজা
১২:৩৪: ৫০ ওভার শেষে ভারতের রান ১৬৪-৫, অক্ষর ১*, জাদেজা ২৩*
১২:২৮: ১৪ রান করে আউট ধ্রুব জুরেল, ভারত ১৫৭/৫
১২:২৪: ১৫০ রান সম্পূর্ণ ভারতের
১২:১২: লাঞ্চের বিরতির পর খেলা শুরু, ভারত ১৪৬/৪
১১:৩০: ৪৫ ওভার শেষে ভারতের রান ১৩৮-৪, জুরেল ৫*, জাদেজা ১১*
১১:২৪: কর্বিনের বলে ২৭ রান করে আউট পন্থ
১১:০৮: ৩৯ রান করে কেশব মহারাজের বলে আউট কে এল রাহুল
১০:৫৭: ৩৫ ওভার শেষে ভারতের রান ৭৯-২, রাহুল ২৭*, পন্থ ০*
১০:৪০: ২৯ রান করে আউট সুন্দর, ভারত ৭৯/২
১০:১৭: ভারতের স্কোর ৬২/১, রাহুল ২৭*, সুন্দর ১৬*
০৯:৩০: শুরু দ্বিতীয় দিনের খেলা, ভারত ৪১/১
Day 1:
১৬:৩৮: প্রথম দিনের শেষে ভারতের রান ৩৭-১
১৫:৪৫: ১০ ওভার শেষে ভারতের রান ২৮-১, রাহুল ৭* , ওয়াশিংটন ৩*
১৫:৩০: ১২ রান করে আউট জয়সওয়াল
১৫:২৪: ৫ ওভার শেষে ভারতের রান ৮-০, রাহুল ১* , জয়সওয়াল ৪*
১৫:০০: ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন কেএল রাহুল ও জয়সওয়াল
১৪:৪৫: ১৫৯ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা
১৪:৪০: ৫ রান করে বুমরাহর বলে আউট হারমার
১৪:৩৮: অক্ষর প্যাটেলের বলে ৩ রান করে আউট কর্বিন
১৩:৪৫: ৪৫ ওভার শেষে সাউথ আফ্রিকার রান ১৪৭-৭, স্ট্যাবস ১১*, কর্বিন ০*
১৩:৪০: সিরাজের বলে ০ রানে বোল্ড হয়ে ফিরলেন মারকো জেনসন
১৩:৩৬: সিরাজের বলে ১৬ রান করে আউট হয়ে ফিরলেন ভেরেইনি
১৩:১৬: ৪০ ওভার শেষে সাউথ আফ্রিকার রান ১৩৬-৫, স্ট্যাবস ৭*, ভেরেইনি ১০*
১২:৫৪: ৩৫ ওভার শেষে সাউথ আফ্রিকার রান ১২৯-৫, স্ট্যাবস ৬*, ভেরেইনি ৪*
১২:৩৫: পঞ্চম উইকেটের পতন, দক্ষিণ আফ্রিকা ১২০/৫
১২:২৪: ২৪ রান করে কুলদীপের বলে আউট মুলডার, ৩০ ওভার শেষে সাউথ আফ্রিকার রান ১১৪-৪, স্ট্যাবস ০ *, জর্জি ২২ *
১২:১৪: লাঞ্চ ব্রেকের পরে আবার খেলা শুরু
১১:৩০: লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে ম্যাচের স্কোর ১০৫-৩
১১:২৫: ১০০ রান সম্পূর্ণ দক্ষিণ আফ্রিকার
২০ ওভার শেষে সাউথ আফ্রিকার রান ৮৬-৩ , মুলডার ১৬*, জর্জি ৩*
১০:৪৭:কুলদিপের বলে ৩ রান করে আউট সাউথ আফ্রিকান অধিনায়ক বাভুমা
১০:৪৫: ১৫ ওভার শেষে সাউথ আফ্রিকার রান ৬৯/২, বাভুমা ২*, মুলডার ৫*
১০:৩০: বুমরাহর জোড়া ধাক্কা, দক্ষিণ আফ্রিকা ৬২/২
১০:২১: বুমরাহর বলে বোল্ড রিকেলটন, দক্ষিণ আফ্রিকা ৫৭/১
১০:০৮: ৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪০/০, মার্ক্রাম ১৭*, রিকেলটন ১৯*
০৯:৫৭: ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৩১/০
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।
০৯:১৫: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার