বুধবার থেকে শুরু কেন্দ্রীয় পোর্টালে ভর্তির আবেদন, জানালেন শিক্ষমন্ত্রী, কীভাবে করবেন?
আদালতের নির্দেশে ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। এরপরই কলেজে ভর্তির পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৫: ওবিসি সংরক্ষণ জট কেটে যেতেই শুরু হতে চলেছে অনলাইনে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া। আজ, মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বুধবার থেকে কেন্দ্রীয় পোর্টাল ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। আদালতের নির্দেশে ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। তা কেটে গিয়েছে। এরপরই কলেজে ভর্তির পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। ১৮ জুন, সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। প্রথম পর্যায়ের ১ জুলাই অবধি আবেদন করা যাবে।
কীভাবে আবেদন করা যাবে?
- প্রথমে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- ইউজার নেম ও পাসওয়ার্ড পেলেই লগ ইন করা যাবে।
- একবারে সর্বাধিক ২৫টি কলেজে আবেদন।
- একাধিক বিষয়ে আবেদন করা যাবে।
- আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে।
মেধা তালিকা অনুযায়ী আসন বণ্টন হবে। এসএমএস ও ইমেলের মাধ্যমে সমস্ত আপডেট মিলবে। শিক্ষার্থীদের সাহায্যে পোর্টালে থাকছে এআই চ্যাটবট ‘বীণা’। টাকা জমা দেওয়ার জন্য এবার তিনটি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটি পড়ুয়াদের বহন করতে হবে না অর্থাৎ অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। প্রভিশনাল অ্যাডমিশনে সশরীরে হাজিরার দরকার নেই। আবেদনের সময়সীমার পর, প্রতিটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে কলেজে ভর্তি হওয়া যাবে।
প্রথম দফার ভর্তি প্রক্রিয়া মিটলে তারপর কোন কলেজে কোন বিভাগে কত আসন ফাঁকা রয়েছে, তার তালিকা প্রকাশিত হবে। পড়ুয়ারা ইচ্ছে হলে নতুন করে নিজেদের পছন্দের কলেজে, পছন্দের বিষয় নিয়ে ভর্তি হতে পারবেন। আর নতুন করে ভর্তির ফি দিতে হবে না। ১৭টি সরকার-পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৪৬০টি কলেজে আবেদন করা যাবে। এই পোর্টালের মাধ্যমে স্বশাসিত কলেজ, সংখ্যালঘু কলেজ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে ভর্তি হওয়া যাবে না।