আসছে কমলেশ্বরের সোশ্যাল কমেডি ‘একটু সরে বসুন’, প্রকাশ্যে ছবির টিজার

আর গা ঘেঁষাঘেঁষি নয়, এবার ‘একটু সরে বসুন’। কমলেশ্বরের হাত ধরে ফের টলিউডে ফিরলেন বনফুল। বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্পকে আধুনিক প্রেক্ষাপটে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

October 29, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর গা ঘেঁষাঘেঁষি নয়, এবার ‘একটু সরে বসুন’। কমলেশ্বরের হাত ধরে ফের টলিউডে ফিরলেন বনফুল। বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্পকে আধুনিক প্রেক্ষাপটে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির নাম ‘একটু সরে বসুন’। প্রকাশ্যে এই ছবির টিজার।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন ইশা সাহা ,পাওলি দাম, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, মানসী সিনহা, পায়েল সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরা। সামাজিক কমেডি ঘরানার ছবি ‘একটু সরে বসুন’। গল্পটি গুরুপদ ওরফে গুড্ডু নামের একটি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবং মূল ঘটনার সাথে প্রসঙ্গক্রমে এসেছে একাধিক চরিত্র।

ছবিটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। ছবিটি প্রযোজনা করেছেন অসিত ঘোষ, অনিন্দ্য দাশগুপ্ত ও শ্রীজিত মুখোপাধ্যায়। টিজার দেখে মনে করা হচ্ছে, ছবিটি সোশ্যাল স্যাটায়ার, আসলে হাসির মোড়কে একটি সামাজিক বার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত হয়েছে ছবির শুটিং। নতুন বুনটের এই ছবির গল্প আদৌ দর্শকদের মন জয় করবে কিনা সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen