দমদমে SIR আতঙ্কে প্রৌঢ়ের মৃত্যু, তৃণমূলের নিশানায় বিজেপি-কমিশন

November 17, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১০: রাজ্যে থামছেই না SIR আতঙ্কে মৃত্যু মিছিল। এবার এই আতঙ্কের বলি হল দমদমের বাসিন্দা ৪৭ বছরের বৈদ্যনাথ হাজরা। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্রতর হলো। তৃণমূল কংগ্রেসের (AITC) দাবি, বৈদ্যনাথকে মানসিকভাবে চাপে ফেলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, SIR প্রক্রিয়া সাধারণ নাগরিকদের জন্য ভয়, অপমান এবং বঞ্চনার হাতিয়ার হয়ে উঠেছে।

তৃণমূলের টুইটে বলা হয়েছে, বৈদ্যনাথের একমাত্র “অপরাধ” ছিল তাঁর শৈশবে বাবা-মায়ের মৃত্যু, যার ফলে ২০০২ সালের পর থেকে প্রয়োজনীয় নথি তাঁর কাছে আর ছিল না। সেই অভাবকে কেন্দ্র করে তাঁকে সরকারি প্রক্রিয়ার নামে মানসিকভাবে চূর্ণ করা হয়েছে। দলের বক্তব্য, এই প্রক্রিয়া নাগরিকদের মধ্যে আতঙ্ক, অনিদ্রা এবং চরম মানসিক চাপ তৈরি করছে, যা মানুষকে আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।

তৃণমূলের অভিযোগ, বিজেপি (BJP) শাসনে প্রশাসন নাগরিকত্বকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করছে, আতঙ্ক সৃষ্টি করে বঞ্চনা চাপিয়ে দিচ্ছে। তাঁদের দাবি, নির্বাচন কমিশনও নাগরিকদের রক্ষাকবচ হওয়ার বদলে শাসকের সহায়ক হয়ে উঠেছে। দলীয় টুইটে প্রশ্ন তোলা হয়েছে, আরও কতজনকে প্রাণ হারাতে হবে, তার পরেই কি দিল্লি দায় স্বীকার করবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen