SIR আতঙ্কে আত্মঘাতী বহরমপুরের প্রৌঢ়, বঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ১২

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: বঙ্গে SIR আতঙ্কে থামছেই না মৃত্যু মিছিল। অভিযোগ, SIR ইস্যুতে ভয়, ত্রাসের আবহ তৈরি করছে বিজেপি (BJP)। দেশ ছাড়ার হুমকি থেকে নাগরিকত্ব (Citizenship) কেড়ে নেওয়ার হুশিয়ারির অভিযোগ উঠছে বিজেপি (BJP) নেতাদের বিরুদ্ধে। কেউ কেউ আতঙ্কে আত্মঘাতী হচ্ছে বা হৃদরোগ আক্রান্ত হচ্ছে। বুধবার মুর্শিদাবাদে পর পর দুই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে (Murshidabad)।
বৃহস্পতিবার ফের বহরমপুর পুরসভা এলাকায় আত্মঘাতী হলেন ৫২ বছর বয়সি তারক সাহা নামে এক ব্যক্তি। পরিবারের অভিযোগ, নিজের নাম ভোটার তালিকায় তুলতে না পারার আশঙ্কা এবং দেশছাড়া হওয়ার ভয়েই চরম পদক্ষেপ নেন তিনি। পরিবারের এক সদস্যদের বলেছেন, “SIR প্রক্রিয়ার চাপই তাঁর মৃত্যুর কারণ।” এই নিয়ে SIR আতঙ্কে মৃতের সংখ্যা বেড়ে হল ১২।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তারক সাহা (Tarak Saha) বহরমপুর (Berhampur) পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি উত্তরপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মশলামুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় (Voter list 2002) তারক সাহার নাম ছিল না। তাছাড়া তাঁর কাছে কোনও পুরনো সরকারি নথিপত্রও ছিল না। চলতি বছর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম কীভাবে তোলা যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। বারবার চেষ্টা করেও প্রমাণপত্র জোগাড় করতে না পারায় আতঙ্কে ভুগছিলেন।
বৃহস্পতিবার দুপুরে সেই আতঙ্কই মারণ পরিণতি ডেকে আনে। স্থানীয়রা জানান, গান্ধী কলোনি এলাকায় একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তারকবাবু। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা খবর দেন পুলিশে। বহরমপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
উল্লেখ্য, এর আগে SIR আতঙ্কে মুর্শিদাবাদের নওদা থানার ছাতুমারা অঞ্চলের বাসিন্দা ইসরাইল মোল্লা সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন ইসরাইল। তারপর তাঁর মৃত্যু হয়। তিনি বাবাকে জানিয়েছিলেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের কারও নাম খুঁজে পাওয়া যায়নি। মানসিকভাবে ভেঙে পড়েন ৬৫ বছরের পরিযায়ী শ্রমিক। বুধবার সকালে মুর্শিদাবাদ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া এলাকার বাসিন্দা জিতেন রায়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের দাবি, জিতেন লোকমুখে শুনেছিলেন SIR-র জন্য জন্মের শংসাপত্র জন্য জমা দিতেই হবে।