আরামবাগে আজব কাণ্ড! জীবিত হয়েও খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ অশীতিপর বৃদ্ধা

January 5, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: ফের ভোটার তালিকা সংশোধনে বড়সড় বিভ্রাট। এসআইআর (SIR)-এর গেরোয় একজন জীবিত ও সুস্থ মানুষ সরকারি খাতায় হয়ে গেলেন ‘মৃত’। খসড়া ভোটার তালিকা প্রকাশ পেতেই এমন আজব ও উদ্বেগজনক ঘটনাটি সামনে এসেছে হুগলি (Hooghly) জেলার আরামবাগে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের মধ্যে।

ঘটনাটি ঘটেছে আরামবাগের (Arambag) সালেপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোঙ্গল এলাকায়। স্থানীয় বাসিন্দা ৮২ বছর বয়সী প্রভাবতী ভৌমিক (Prabhavati Bhowmik) দিব্যি সুস্থ শরীরে চলাফেরা করছেন, অথচ সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রভাবতী দেবী একজন সচেতন নাগরিক। তিনি নিরক্ষর হলেও নিজের ভোটাধিকার সম্পর্কে অত্যন্ত সজাগ এবং গত কয়েক দশক ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। পরিবারের দাবি, ২০০২ সাল-সহ বিগত সমস্ত নির্বাচনেই তাঁর নাম ভোটার তালিকায় ছিল। চলতি বছরেও কমিশনের নিয়ম মেনে পরিবারের পক্ষ থেকে SIR ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়া হয়েছিল। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর পরিবারের সদস্যদের মাথায় হাত পড়ে। দেখা যায়, পরিবারের বাকি সকলের নাম ঠিক থাকলেও, প্রভাবতী দেবীর নাম রয়েছে ‘মৃত’ ভোটারের তালিকায়।

বিষয়টি নজরে আসতেই পরিবারের লোকজন স্থানীয় বিএলও (BLO)-র সঙ্গে যোগাযোগ করেন। প্রশাসনের তরফে তাঁদের পুনরায় নতুন করে ফর্ম পূরণ করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো ফর্ম জমা দেওয়া হলেও, এখনও পর্যন্ত কোনও সংশোধন বা ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ পরিবারের। একজন জীবিত মানুষ কীসের ভিত্তিতে সরকারি নথিতে মৃত বলে গণ্য হলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen