পাঞ্জাবের রাজ্যসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৪: জাতীয় নির্বাচন কমিশন (ECI) পাঞ্জাব রাজ্যের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে। এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) সঞ্জীব অরোরার পদত্যাগের ফলে সৃষ্ট শূন্যস্থান পূরণের জন্য। সঞ্জীব অরোরা ২০২৫ সালের ১লা জুলাই নিজের পদ থেকে ইস্তফা দেন। তাঁর আসনের অবশিষ্ট মেয়াদ ২০২৮ সালের ৯ই এপ্রিল পর্যন্ত।
নির্বাচন কমিশনের ৬ই অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে ‘Representation of the People Act, 1951’-এর আওতায়।
সূচি অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ৬ই অক্টোবর ২০২৫ থেকে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ই অক্টোবর ২০২৫ (সোমবার)। তবে সরকারি ছুটির দিনে মনোনয়ন গ্রহণ করা হবে না।
মনোনয়ন যাচাইয়ের তারিখ নির্ধারিত হয়েছে ১৪ই অক্টোবর (মঙ্গলবার), আর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৬ই অক্টোবর (বৃহস্পতিবার)।
প্রয়োজনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪শে অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে। সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে ২৮শে অক্টোবরের (মঙ্গলবার) মধ্যে।
পাঞ্জাব সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের জন্য রাম লোক খাতানাকে (সচিব, পাঞ্জাব বিধানসভা সচিবালয়) রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছে। পাশাপাশি, জসবিন্দর সিং (উপসচিব, পাঞ্জাব বিধানসভা সচিবালয়) সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখযোগ্যভাবে, এই উপনির্বাচনের মাধ্যমে রাজ্যসভায় পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ আসন পুনরায় পূর্ণ হবে, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।