উস্কানিমূলক মন্তব্যের জের, সায়ন্তন বসুকে নোটিশ কমিশনের

শীতলকুচি নিয়ে বিরুপ মন্তব্যের জন্য রাহুল সিনহাকে ৪৮ ঘণ্টা প্রচার করতে দেওয়া হয়নি। সায়ন্তনের জবাব পেলে কমিশন কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর গেরুয়া শিবিরের।

April 16, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

উস্কানিমূলক মন্তব্যের জেরে বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) জবাব তলব করল নির্বাচন কমিশন। ২৪ ঘণ্টার মধ্যে নিজের অবস্থান জানিয়ে জবাব দিতে বলা হয়েছে তাঁকে। সম্প্রতি একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে তাঁর করা নিয়ে বিতর্কের সূত্রপাত। সেখানে তিনি বলেছিলেন, ‘‘আমি সায়ন্তন বসু বলছি, বেশি খেলতে যাবেন না। আমরা শীতলকুচিতে খেলা খেলে দিয়েছি। প্রথমে ১৮ বছর বয়সী আনন্দ বর্মণকে খুন করা হয়েছিল। যে প্রথমবার ভোটার, তাঁকে সকালে খুন করা হল। আমাদের শক্তি প্রমুখের ভাই তিনি। আমরা বেশিক্ষণের জন্য কারো হিসেব বাকি রাখি না। সেখানে চারজনকে স্বর্গে পাঠানো হয়ে গিয়েছে। শোলে সিনেমায় একটি সংলাপ আছে, তুম আগর এক মারো গে তো হম চার মারেঙ্গে।’’

এই মন্তব্যের কথা উল্লেখ করেই সায়ন্তনকে চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যে এই বিজেপি (BJP) নেতা কমিশনকে চিঠি দিয়ে নিজের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দেন। জবাবে সন্তুষ্ট হলেই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবে সন্তুষ্ট না হয়ে তাঁকে ২৪ ঘণ্টার জন্য প্রচারে নিষিদ্ধ করেছিল কমিশন। শীতলকুচি নিয়ে বিরুপ মন্তব্যের জন্য রাহুল সিনহাকে ৪৮ ঘণ্টা প্রচার করতে দেওয়া হয়নি। সায়ন্তনের জবাব পেলে কমিশন কি সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর গেরুয়া শিবিরের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen