CEO-দের সঙ্গে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন, বাংলায় SIR কি আসন্ন? জল্পনা তুঙ্গে

October 21, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: হঠাৎ করেই দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) দু’দিনের বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। মঙ্গলবার পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, আগামী বুধবার ও বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে দিল্লিতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁদের দপ্তরের অন্যান্য শীর্ষস্থানীয় আধিকারিকরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে।

এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শেষ হতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এবার সেই সূত্র ধরে প্রশ্ন উঠছে, বাংলাতেও (West Bengal) কি এসআইআর শেষ হলেই ঘোষণা হবে বিধানসভা ভোট? সূত্রের খবর, বাংলার পরিস্থিতিও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়।

বিহারে এসআইআর (Bihar SIR) নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পর নির্বাচন কমিশন জানিয়েছিল, “ভোটার তালিকা স্বচ্ছ করতেই এসআইআর প্রয়োজন।” কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, দেশজুড়েই হবে এসআইআর, তবে যেসব রাজ্যে নির্বাচন আসন্ন, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট, বাংলায় এসআইআর নিয়ে তারা তৎপর। গত সপ্তাহেই জেলাগুলিকে “ম্যাপিং অ্যান্ড ম্যাচিং” প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকা ও ২০২৫ সালের তালিকার তুলনা করে দেখা হবে কোথায় কত পরিবর্তন হয়েছে।

সূত্রের খবর, কমিশন চাইছে যত দ্রুত সম্ভব বাংলায় এসআইআর শুরু করতে। পাশাপাশি আর কোন কোন রাজ্যে এই মুহূর্তে সমীক্ষা চালু হতে পারে, তা নিয়েও আলোচনা হবে আসন্ন বৈঠকে। তাই নির্বাচন কমিশনের এই দুই দিনের বৈঠকের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। বৈঠক শেষে বাংলায় এসআইআর শুরুর ঘোষণা হয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen