রাজ্য-কমিশন সংঘাত অব্যাহত! বাংলার মুখ্যসচিবকে তলব ECI-র
চার নির্বাচনী অফিসার সহ পাঁচজনকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যদিও সে নির্দেশ কার্যকর করেনি রাজ্য।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৪: চরমে পৌঁছল রাজ্য-কমিশন সংঘাত! সূত্রের খবর, বুধবার বিকেলে মুখ্যসচিব মনোজ পন্থকে (Chief Secretary) দিল্লিতে হাজিরা দিতে বলেছে কমিশন (ECI)। মুখ্যসচিবকে তলব করে নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে মুখ্যসচিবকে দিল্লিতে কমিশনের সামনে উপস্থিত হতে বলা হয়েছে।
উল্লেখ্য, চার নির্বাচনী অফিসার সহ পাঁচজনকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যদিও সে নির্দেশ কার্যকর করেনি রাজ্য। কেবলমাত্র ওই কর্মীদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে প্রেক্ষিতেই এবার রাজ্য সরকারের (West Bengal Government) কাছে জবাবদিহি চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
শোনা যাচ্ছে, দেশজুড়ে SIR শুরু হতে চলছে। ইতিমধ্যেই বাংলার চার নির্বাচনী কর্মী ও এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠে। এরপরই জাতীয় নির্বাচন কমিশন তাঁদের সাসপেন্ড করার নির্দেশ দেয় রাজ্য। বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর (FIR) করতে হবে। কমিশনের এই ভূমিকার সমালোচনা করে প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কোনও কর্মীকে সাসপেন্ড করা হবে না। ভোট ঘোষণার আগে রাজ্যের কাজে কমিশনের এহেন তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কমিশন ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যকে জবাবদিহি করার নির্দেশ দেয়। রাজ্য প্রশাসন ওই কর্মীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করেনি। কেবল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং অভিযোগের তদন্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়। এরপরই কমিশন তলব করল রাজ্যকে।