BLO-র মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত নির্বাচনী দপ্তর, পথে নামলেন সহকর্মীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: শনিবার ফের উত্তেজনা ছড়াল রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকর্তার দপ্তরের সামনে। BLO অধিকারের দাবি নিয়ে পথে নামলেন BLO অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। তাঁদের অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত থেকেও উপযুক্ত সুবিচার পাচ্ছেন না তাঁরা। বিশেষত, মৃত BLO–দের পরিবারের পাশে কমিশন না দাঁড়ানোয় ক্ষোভ আরও বেড়েছে।
এ দিন বিকেলে যখন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল DEO এবং ERO-দের নিয়ে বৈঠক করছিলেন, ঠিক সেই সময়ই অফিসে ঢোকার দাবি জানান বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি এমনই হয় যে দপ্তরের সামনে রাস্তার ওপর বসে পড়েন বহু BLO। এমনকি CEO–র গাড়ি ঘিরে স্লোগান তুলতেও দেখা যায় তাঁদের। কেউ কেউ গাড়ির সামনে শুয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভের মূল কেন্দ্রে ছিলেন মুর্শিদাবাদের খড়গ্রামের মৃত BLO জাকির হোসেনের পরিবার। শুক্রবার তাঁর মৃত্যু ঘিরে নেমে আসে শোকের ছায়া। পরিবারের দাবি—যে SIR নিরীক্ষা চলছে, তা পুরোপুরি অপরিকল্পিত। BLO অ্যাপ বারবার কাজ না করায় বাড়ছিল দুশ্চিন্তা। তার মধ্যেই চলছিল অতিরিক্ত কাজের চাপ। জাকিরের ছেলে ইমাদুল হোসেন বলেন, “SIR–এর কাজ না হওয়ায় বাবার উপর চাপ বাড়ছিল। মানসিক চাপে ভুগছিলেন তিনি।”
মৃতের ভাই জোসেফের অভিযোগ আরও তীব্র—“এই অযৌক্তিক কাজের চাপই আমার দাদার মৃত্যুর কারণ। আমরা তদন্ত চাই এবং চাই কমিশন আমাদের পাশে দাঁড়াক।”
বিক্ষোভ চলাকালীনই পাশের ভবনে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, রাজ্যের CEO ও অন্যান্য কর্মকর্তাদের বৈঠক শেষ হয়। বেরিয়ে আসার সাথে সাথেই নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশ বিক্ষোভ সামলাতে গেলে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
এখন দেখার, BLO-দের দাবি ও চাপ বাড়তে থাকা ক্ষোভের পর কমিশনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না।