শুধু সন্ধ্যাকে নয়, গোটা বাংলাকেই অপমান করেছে কেন্দ্র, মত বিশিষ্টজনদের
সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছিল বাংলা প্রাণ, বললেন কবির সুমন।
Authored By:

শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা নয়, গোটা বাংলাকে অপমান করেছে কেন্দ্র, বলেন অনন্যা চক্রবর্তী।
বাঙালিদের উপরে বিদ্বেষ রয়েছে। প্রকৃত প্রতিভাকে অসম্মান করেছে কেন্দ্র। ভারত সরকার কী করল এটা খুব তুচ্ছ বিষয়। বাঙালির রোমান্স শুরু বঙ্কিমচন্দ্রের মধ্য দিয়ে। বাঙালির রোমান্স শুরু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের মধ্য দিয়ে, বলেন আবুল বাশার
হাসির ওপারে চলে গিয়েছে কেন্দ্র সরকার। খুব খারাপ লাগছে। অনেক শিল্পীই পদ্মভূষণ সম্মান পেয়েছেন। তাঁদের থেকে অনেক উপরে সন্ধ্যা মুখোপাধ্যায়। বহু কিংবদন্তি সুরকারের সুরে গান গেয়েছেন তিনি। পদ্মশ্রী দিতে চেয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করল কেন্দ্র সরকার। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছিল বাংলা প্রাণ, বললেন কবির সুমন।