ঔপনিবেশিকতার অবসান, বাংলার রাজভবনের নাম পাল্টে হলো ‘লোক ভবন’

November 29, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: ঔপনিবেশিক ইতিহাসকে পেছনে ফেলে এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করল বাংলার রাজভবন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সুপারিশে কেন্দ্রীয় অনুমোদনের পর ‘রাজভবন’-এর নতুন নাম হল ‘লোক ভবন’।

ব্রিটিশ আমলের দেওয়া ‘রাজ’ শব্দ সরিয়ে নামের মধ্যে মানুষের সংশ্লিষ্টতা আনাই ছিল এই উদ্যোগের মূল ভাবনা। রাজ্যপাল জানান, যেহেতু এই ভবন মানুষের জন্য, তাই এর নামও হওয়া উচিত জনগণের কাছাকাছি। তাঁর বক্তব্য, “রাজ নয়, জনগণই আসল শক্তি—তাই রাজভবনের নতুন নাম লোক ভবন।”

ইতিমধ্যেই কলকাতা এবং দার্জিলিংয়ের রাজভবনের নামফলক ও লেটারহেড বদলে দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলের নামও পরিবর্তন করে করা হয়েছে ‘লোক ভবন’, যেখানে এই পরিবর্তনের সরকারি ঘোষণা পোস্ট করা হয়েছে।

নতুন পরিচয়ের প্রথম দিনেই রাজ্যপাল নাম ঘোষণা করে পথে নামেন। আমজনতার সঙ্গে কথা বলেন, শিশুদের সঙ্গে সময় কাটান এবং মাটির ভাঁড়ে চায়ের স্বাদ নেন—যেন নতুন নামের বার্তাই পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে।

ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখে বাংলার রাজভবন আজ ‘লোক ভবন’—আরও বেশি গণমুখী, আরও বেশি মানুষের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen