জল্পনার অবসান, নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুশীলা কার্কি

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১:১৫: দীর্ঘ জল্পনার পর অবশেষে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি (Sushila Karki)। শুক্রবার ভারতীয় সময় রাত সোয়া ন’টায় রাষ্ট্রপতির ভবনে গিয়ে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এই উপলক্ষে আগে থেকেই তাঁর জন্য গাড়ি পাঠিয়েছিল নেপাল সেনা।

সুশীলা কার্কির প্রধানমন্ত্রী হওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বভার গ্রহণ করলেন।

এদিকে, নেপালের যুব সংগঠন Gen Z স্পষ্ট জানিয়েছে, তারা সুশীলার নেতৃত্ব মেনে নিলেও এর সঙ্গে একাধিক শর্ত জুড়েছে। বিশেষত সংসদ ভেঙে দেওয়ার দাবিই তাঁদের মুখ্য। সাংবাদিক বৈঠকে “We Nepali Group”-এর তরফে প্রেসিডেন্ট সুদান গুরুং জানান, বৃহত্তর সহমতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে। তাদের সেই শর্ত মেনে সংসদ ভেঙে দেওয়ার পরেই অন্তবর্তীকালীন সরকারের প্রক্রিয়া শুরু হয়েছিল বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen