শুধু পদবিতেও লিঙ্ক হচ্ছে ইনিউমারেশন ফর্ম! BLO App-এ একাধিক গলদ, SIR-র স্বচ্ছতা কোথায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০৪: নির্বাচন কমিশনের দাবি ছিল, শুদ্ধ, স্বচ্ছ ভোটার তালিকা কিন্তু কমিশনের অ্যাপেই যা গলদ! তা হচ্ছে কি? রাজ্যজুড়ে বহু ইনিউমারেশন ফর্ম শুধু পদবি দিলেও লিঙ্ক হচ্ছে, বিএলও অ্যাপ অনায়াসে আপলোডও হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তি প্রকৃত ভোটার কি না, তা কোনওভাবেই চিনতে পারছে না অ্যাপ। ফলে SIR-র স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
ফর্ম আপলোডের পর অ্যাপে শুধুমাত্র দু’টি অপশনে কাজ করতে পারছেন BLO-রা। যাঁদের ২০০২ সালের কোনও তথ্য দেওয়া নেই, তাঁদের জন্য একটি ট্যাব। যাঁদের ২০০২ সালের সঙ্গে যোগসূত্র রয়েছে, তাঁদের তথ্য দিয়ে ডিজিটাইজেশন সম্পূর্ণ করা হচ্ছে। দ্বিতীয় অপশনে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে, কোনও ফর্মে উল্লেখ করা ২০০২ সালের বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা মিলে গেলে সেই ফর্মের ক্ষেত্রে আর কোনও তথ্য প্রয়োজন হচ্ছে না। ফর্মে উল্লেখ করা সংশ্লিষ্ট ভোটারের সমস্ত তথ্য সহজে উঠে যাচ্ছে অ্যাপে। যা ঘিরে তৈরি হয়েছে ধন্দ। সংশ্লিষ্ট ব্যক্তি সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছেন কি-না, তা যাচাইয়ের কোনও উপায় নেই।
কোনও ভোটারের নাম ২০০২ সালের তালিকায় নেই, অথচ তিনি ইনিউমারেশন ফর্ম পূরণের সময় ওই বছরের ভোটার তালিকায় থাকা কোনও ব্যক্তির বিধানসভা ক্ষেত্র, অংশ নম্বর ও ক্রমিক সংখ্যা লিখে সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মীয় হিসাবে উল্লেখ করেছেন, সেক্ষেত্রে আর আপলোডে সমস্যা থাকছে না। সংশ্লিষ্ট ব্যক্তি আত্মীয় হিসেবে সঠিক ব্যক্তির নাম উল্লেখ করেছেন কি না, তা যাচাইয়ের সুযোগ নেই। তিনি আদৌ প্রকৃত ভোটার কি-না, অ্যাপে তা চিহ্নিত করার কোনও ব্যবস্থাই নেই।
বর্তমান তালিকার সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকার তথ্য যাচাই অর্থাৎ ম্যাপিং এর আসল কারণ। কারণ কোনও ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলে তাঁর ম্যাপিং সম্পন্ন করে অ্যাপে তুলে দেওয়া হয়েছে। ফলে ম্যাপিংয়ে থেকে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে যে কেউ আত্মীয় দেখিয়ে দিয়ে ফর্ম পূরণ করলে, অ্যাপ তা গ্রহণ করছে। এই কারণেই প্রশ্ন উঠছে গোটা প্রক্রিয়াকে ঘিরে। ম্যাপিং-ই যদি একমাত্র উপায় হয়, তাহলে যাঁদের ম্যাপিং হয়েছে তাঁদের কেন তথ্য দিতে বলা? আর ম্যাপিংয়ে উতরে যাওয়া কাউকে আত্মীয় হিসাবে দেখালেই যদি ভোটার তালিকায় নাম থেকে যায়, সেক্ষেত্রে কী করে স্বচ্ছা ভোটার তালিকা তৈরি হবে?