‘‌বিনয়ের সঙ্গে জনগণের সেবা করতে হবে’‌, বিধায়কদের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

বাংলার মানুষ অগাধ আস্থা–ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর।

May 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধায়করা শপথ নেওয়ার পর তাঁদের তৃণমূল (TMC) সুপ্রিমো বলেছিলেন, মানু্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করতে হবে। এবার নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশ্যে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে উল্লেখ করা হয়েছে তাঁদের ‘কর্তব্যের’ কথা। বাংলার মানুষ অগাধ আস্থা–ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর। তাই সেই ভরসার রাখতে হবে বলে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘‌রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে।’‌

বিধানসভা নির্বাচনের সময় ইস্তেহারে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবার সময় এসেছে সেই প্রতিশ্রুতি পালনের। এখন প্রশ্ন, আগামী পাঁচ বছর কীভাবে কাজ করবেন বিধায়করা? সে কথাও চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চিঠিতে এই জয়ের জন্য বিধায়কদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘‌বাংলার মানুষ যে ভরসা রেখেছেন তার যোগ্য সম্মান দিতে হবে। সুখে–দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। বিনয়ের সঙ্গে জনগণের সেবা করতে হবে।’

বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‌যে যে এলাকার বিধায়ক সেখানকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখো। সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে জনগণের দরজায় পৌঁছয়, তা নিশ্চিত করো। তবেই পারব আমরা সাফল্যের শিখরে পৌঁছে যেতে। তৃণমূল কংগ্রেস জনগণের দল। জনগণের জন্যে কাজ করবে। এটাই আমাদের অঙ্গীকার। ভাল থেকো, সুস্থ থেকো।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen