শুরু EVM প্রশিক্ষণ, এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে আজ নামছে ভারত, দিনভর নজর কোন কোন খবরে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: *EVM প্রশিক্ষণ*
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আজ EVM নিয়ে নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। সব জেলার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকের উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামী জানুয়ারি থেকে EVM চেকিংয়ের কাজ শুরু হবে।
*এশিয়া কাপ রাইজিং স্টারস প্রতিযোগিতায় আজ সেমিফাইনালে ভারত*
এশিয়া কাপ রাইজিং স্টারস প্রতিযোগিতায় আজ সেমিফাইনাল ম্যাচ। ভারতের সামনে বাংলাদেশ। ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহিকে গ্ৰুপ পর্যায়ে হারালেও পাকিস্তানের কাছে হেরে গিয়েছে ভারত। সেমিফাইনাল ম্যাচ শুরু বিকেল ৩টে থেকে। সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে সরাসরি সম্প্রচার দেখা যাবে।
*আবহাওয়ার হালচাল*
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। শনিবার নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। যার জেরে তাপমাত্রা বেড়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে। শনি ও রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে।
*আজ থেকে শুরু অ্যাশেজ*
আজ থেকে শুরু হচ্ছে লাল বলের ক্রিকেটের অন্যতম সেরা যুদ্ধ অ্যাশেজ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্ট হচ্ছে পার্থে। খেলা দেখা যাচ্ছে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।