বাংলা সঙ্গীত জগতে দুঃসংবাদ! প্রয়াত ফসিল্স-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস
ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের জীবন থামল রহস্যজনকভাবে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার সঙ্গীত জগতে ভয়ঙ্কর দুঃসংবাদ। ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের জীবন থামল রহস্যজনকভাবে। রবিবার সন্ধ্যায় ওয়েলিংটনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৪৮ বছরের গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত দেহ। এই বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। প্রাথমিকভাবে ঘটনাকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।
২০০০ থেকে ২০১৮ সাল অর্থাৎ দীর্ঘ আঠেরো বছর ফসিল্সের সদস্য ছিলেন চন্দ্রমৌলি। ‘গোলক’, ‘জম্ব কেজ কন্ট্রোল’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
রবিবার বিকেলে ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার আপডেট করেন তিনি। কিন্তু সেই দিনেই তাঁর হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না তাঁর বন্ধু, অনুগামী এবং শুভাকাঙ্ক্ষীরা।