Manipur: রাষ্ট্রপতি শাসনের ইতি টানার আর্জি নিয়ে দিল্লির দরবারে বীরেন সিং
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: মণিপুরে রাষ্ট্রপতি শাসনের (President’s Rule) প্রত্যাহারের দাবি নিয়ে দিল্লির পথে রওনা দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত রাজ্যটির প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং (N. Biren Singh) ও বিজেপির (BJP) আরও তিন বিধায়ক। শনিবার সকালে তাঁরা ইম্ফল বিমানবন্দর (Imphal Airport) থেকে যাত্রা করেন। সংঘর্ষে বিধ্বস্ত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতেই তাঁদের এই সফর বলে জানা গিয়েছে।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরেন সিং জানান, “আমরা দিল্লিতে গিয়ে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বিস্তারিত জানাব। পাশাপাশি, রাষ্ট্রপতি শাসন তুলে দিয়ে রাজ্যে জনপ্রতিনিধিদের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠনের প্রয়োজনীয়তার কথাও জানাব। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের সমস্যা ও জাতীয় সড়ক সংক্রান্ত বিষয়গুলিও আমাদের আলোচনার মূল এজেন্ডায় থাকবে।”
দলীয় সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে বিজেপির উত্তর-পূর্ব বিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্রের (Sambit Patra) সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা। পরে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করতে চান।
মনিপুরে দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত, অস্থিরতা ও প্রশাসনিক ভঙ্গুরতার কারণে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। তবে বীরেন সিং শিবিরের দাবি, স্থিতিশীলতা ফেরাতে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য রাজ্যে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারই প্রয়োজন। তাঁদের মতে, দিল্লি থেকে চাপিয়ে দেওয়া প্রশাসনের পরিবর্তে নির্বাচিত নেতৃত্বের হাতে দায়িত্ব ফিরিয়ে দেওয়াই এখন সময়ের দাবি।
রাজনৈতিক মহলে জল্পনা, এই সফরকে কেন্দ্র করে মণিপুরের রাজনীতিতে নতুন মোড় আসতে চলেছে। বীরেন সিং গোষ্ঠী চাইছে, মোদী সরকার যত দ্রুত সম্ভব রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে মণিপুরে নতুন সরকার গঠনের রাস্তা খুলে দিক।