রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ, গ্রেপ্তার বহিষ্কৃত TMCP নেতা
ওই কমিটিতে ছিলেন ৩০ জন। জানা গিয়েছে, সোয়েল দু’বছর আগে সভাপতি হন। তিনি চাঁচল কলেজেরই পড়ুয়া, ষষ্ঠ সেমিস্টার পাস কোর্সের ছাত্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১২.৫৯: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ছবি পোড়ানোর অভিযোগে দল থেকে সদ্য বহিষ্কৃত হওয়া তৃণমূল ছাত্রনেতা (TMCP) এবি সোয়েল ওরফে নাসিমুল হককে এবার গ্রেপ্তার করল পুলিশ। ধৃত বহিষ্কৃত ছাত্র নেতাকে মঙ্গলবার মালদহের চাঁচল মহকুমা আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা তার বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে তদন্তে নেমে সোমবার রাতে চাঁচলের নয়াটোলার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত এবি সোয়েল। ভিডিও, ছবি দেখে অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
২ সেপ্টেম্বর চাঁচল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিএমসিপি (TMCP)। কলকাতায় তৃণমূলের মঞ্চ খুলে ফেলার প্রতিবাদ জানাতে গিয়েই তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিট বিক্ষোভ দেখায়। অভিযোগ ওঠে, ওই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে ফেলে টিএমসিপি।
চাঁচল কলেজে কবিগুরুর অসম্মানের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই কড়া পদক্ষেপ করে শাসক দলের ছাত্র সংগঠন। সোমবারই তাকে টিএমসিপি থেকে বহিষ্কারের নির্দেশ দেন রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। পাশাপাশি চাঁচল কলেজে টিএমসিপির ইউনিট ভেঙে দেওয়া হয়। ওই কমিটিতে ছিলেন ৩০ জন। জানা গিয়েছে, সোয়েল দু’বছর আগে সভাপতি হন। তিনি চাঁচল কলেজেরই পড়ুয়া, ষষ্ঠ সেমিস্টার পাস কোর্সের ছাত্র।