ডার্বি হারের পর ইস্টবেঙ্গলে চরম গৃহযুদ্ধ, দায়িত্ব ছাড়লেন গোলকিপার কোচ সন্দীপ নন্দী

October 20, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি হারের পরেই ইস্টবেঙ্গলে গৃহযুদ্ধ চরমে উঠেছে। এমনটাই জানা যাচ্ছে ক্লাব সূত্রে। যদিও তাঁর এই সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ম্যাচ শেষে ইস্টবেঙ্গলের (East Bengal) হেড কোচ অস্কার ব্রুজো প্রকাশ্যে গোলকিপিং বিভাগ এবং কোচিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর মন্তব্যের পরই সন্দীপ নন্দীর পদত্যাগকে অনেকেই সেই ক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shield Final) ইস্টবেঙ্গল ভালো খেলেও টাইব্রেকারে হেরে যায়। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রভসুখন গিলকে তুলে দেবজিৎ মজুমদারকে (Debjit Majumder) নামানো হয় শুধুমাত্র টাইব্রেকারের জন্য। যদিও প্রথম শটটি প্রায় রক্ষা করেছিলেন দেবজিৎ, কিন্তু পরবর্তী শটগুলোতে সফল হতে পারেননি। বিপরীতে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ রুখে দেন ইস্টবেঙ্গলের জয় গুপ্তার শট, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই সিদ্ধান্ত এবং ফলাফলের পর থেকেই ক্লাবের অভ্যন্তরে কোচিং স্টাফদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দীপ নন্দীর পদত্যাগ সেই বিতর্ককে আরও জোরালো করেছে। এখন দেখার, এই গৃহদ্বন্দ্বের প্রভাব দল গঠনে এবং ভবিষ্যতের পারফরম্যান্সে কতটা পড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen