বিজেপিতে চরম গোষ্ঠীদ্বন্দ্ব, সরিষায় সুকান্তকে ‘গো ব্যাক’ স্লোগান দিলীপ অনুগামীদের!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪২: ছাব্বিশের আগে ছন্নছাড়া গেরুয়া শিবির। কতটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি, সেই ছবিটাই ফের প্রকাশ্যে এল ডায়মন্ড হারবারের সরিষায়। বৃহস্পতিবার আক্রান্ত দলের কর্মীদের দেখতে গিয়ে স্থানীয় একাংশের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কপালে টিপ, গলায় গেরুয়া উত্তরীয় পরা বিক্ষোভকারীরা সুকান্তের গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ এবং ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে সরিষা এলাকা।
বিক্ষোভকারীরা নিজেদের দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচয় দিয়েছেন। তারা অভিযোগ করেন, আন্দোলন বা সংঘর্ষের সময় যখন তাঁরা অত্যাচারিত হয়েছেন বা জেল খেটেছেন, তখন বিজেপির কোনও বড় নেতা তাঁদের পাশে দাঁড়াননি। সেই ক্ষোভই আজ ফুঁসে উঠেছে বলে দাবি তাঁদের। তৃণমূলের (TMC) দাবি কেন্দ্রীয় সরকার বাংলাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে, তাই দলের একাংশ এই বিষয়ে ক্ষুব্ধ বলেই এমন প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ছাব্বিশের আগে বিধানসভা ভোটের প্রস্তুতিতে বিজেপি (BJP) যখন সংগঠনকে নতুন করে সাজানোর চেষ্টা করছে, ঠিক তখনই এ ধরনের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব যে গেরুয়া শিবিরকে আরও চাপে ফেলছে তা আর বলার অপেক্ষা রাখে না।