বিহারের ছবি বাংলার সাম্প্রদায়িক অশান্তির বলে ভুয়ো প্রচার বিজেপির

ভিডিওটি সত্যি হলেও, ঘটনাটি বাংলার ভোট পরবর্তী সাম্প্রদায়িক অশান্তির, এই দাবিটি ভুয়ো।

May 13, 2021 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

দাবি

সম্প্রতি হোয়াটস্যাপে (Whatsapp) একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মাটিতে। আর কিছু উন্মত্ত মানুষ তাকে সেই অবস্থাতেও নৃশংসভাবে মারছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে ঘটনাটি বাংলার। ভোটের পর মুসলমান সম্প্রদায়ের মানুষ হিন্দুদের ওপর এই ভাবে অত্যাচার চালাচ্ছে।

সত্যতা

ঘটনাটি আদৌ বাংলার নয়, বরং ঘটেছে বিহারের মুজাফফরপুরে। এক রাশিয়ান ওয়েবসাইটে এই ঘটনার ভিডিও প্রকাশিত হয়। এছাড়া ২০১৭ সালে টুইটারেও ভিডিওটি পোস্ট করা হয়।

২০১৭ সালের জুলাইয়ে বিহারে পঞ্চায়েত প্রধানের ছেলেকে খুন করার পর পুলিশের হাত থেকে পালাচ্ছিলেন ওই ব্যক্তি। এমন সময় গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। পালানোর জন্য গুলি চালাতে গেলে গুলিটি এক বাচ্চার গায়ে লাগে। তারপরেই জনরোষে প্রাণ যায় ওই ব্যক্তির।

সুতরাং ভিডিওটি সত্যি হলেও, ঘটনাটি বাংলার ভোট পরবর্তী সাম্প্রদায়িক অশান্তির, এই দাবিটি ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen