পদত্যাগ বেচারামের? ধন্দ

আগামিকাল শুক্রবার বেচারামের অনুগামীরাও সিঙ্গুরে গণ-পদত্যাগ করবেন বলে তাঁর ঘনিষ্ঠরা জানাচ্ছেন।

November 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গুজব? নাকি সত্যি? সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় গিয়ে নাকি স্পিকারের হাতে পদত্যাগপত্র তুলে দিলেন হরিপালের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna)। আগামিকাল শুক্রবার বেচারামের অনুগামীরাও সিঙ্গুরে গণ-পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে।

হুগলি জেলা তৃণমূলে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের (Rabindranath Bhattacharjee) সঙ্গে বেচারামের বিরোধ দীর্ঘ দিনের। সম্প্রতি দলের ব্লক সভাপতি নির্বাচন ঘিরে সেই সঙ্ঘাত চরমে ওঠে।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকারের হাতে নিজের পদত্যাগপত্র নাকি তুলে দিয়ে এসেছেন বেচারাম। কিন্তু ও শোনা যাচ্ছে যে স্পিকার হাতে পদত্যাগ পত্র নয়, বরং পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen