বিজেপির মিছিলে তৃণমূলের আক্রমণ? জানুন আসল ঘটনা

আসল ঘটনা অনেকটাই আলাদা। ভিডিওটিতে অর্ধ সত্য দেখানো হয়েছে। ভিডিওটির প্রথম তিন সেকেন্ডে দেখা যায় একটি পাথর হলুদ জামা পরা এক তৃণমূল সমর্থকের গায়ে এসে পড়ে।

January 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ এএনআই (ANI) তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করে যেখানে দেখা যায় বিজেপির (BJP) মিছিল চলছে এবং সেখানে পতাকাধারী কিছু লোক অপর দিক থেকে তৃণমূলের পতাকা দেখাতে থাকে এবং তারপর বিজেপির পতাকাধারী লোকেরা সেদিকে ছুটে যায়। মাঝে পাথর ছোঁড়াছুঁড়ির ঘটনাও দেখা যায় ভিডিওটির মাঝে দেখা যায় তৃণমূলের (Trinamool) এক সমর্থক বিজেপির সমর্থকদের দিকে পাথর ছোঁড়ে।

এএনআই লেখে দেখুন কিভাবে দেবশ্রী চৌধুরীর কলকাতার পদযাত্রায় বিজেপি সমর্থকদের ওপর পাথর ছোঁড়া হচ্ছে। যদিও ভিডিওটি দেখে সত্যিই সেটাই মনে হয়।

কিন্তু আসল ঘটনা অনেকটাই আলাদা। ভিডিওটিতে অর্ধ সত্য দেখানো হয়েছে। ভিডিওটির প্রথম তিন সেকেন্ডে দেখা যায় একটি পাথর হলুদ জামা পরা এক তৃণমূল সমর্থকের গায়ে এসে পড়ে। কিন্তু ভিডিওটি করার কায়দায় সেই ঘটনা চোখ এড়িয়ে যায়। আর সেই পাথরটিই তুলে অন্য এক তৃণমূল সমর্থক প্রতিক্রিয়া স্বরূপ বিজেপির মিছিলের দিকে ছোঁড়েন। আর এই ঘটনায় এএনআইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন অল্ট নিউজের (Alt News) প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের (Mohammed Zubair)।

অর্ধ সত্য দেখিয়ে এভাবেই বার বার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এবার প্রশ্ন উঠছে তাহলে কি নাড্ডার কনভয়েও একই ঘটনা ঘটেছিল? প্ররোচণা দিয়ে পরে ‘ভিক্টিম কার্ড’ খেলাটাই কি গেরুয়া দলের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে?

গতকাল দুপুর ৩টা নাগাদ বিজেপির মিছিল চলাকালীন চারুমার্কেট থানার কাছে একটি মসজিদের সামনে এই ভাঙচুর চলে। মসজিদের মৌলানা ও অন্যান্য ব্যক্তিদের বাইক ভাঙচুর করে বিজেপির সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen