ভিন রাজ্য থেকে বাংলায় আসছে ‘ভেজাল’ ওষুধ! সেন্ট্রাল ড্রাগ স্ট্যালন্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দিল তালিকাও
ড্রাগ কন্ট্রোল বোর্ড জানিয়েছে, ‘নট স্ট্যায়ন্ডার্ড কোয়ালিটি’ ওষুধ বাংলায় এসেছে প্রধানমন্ত্রীর জন্মভূমি গুজরাট থেকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১১:৩০: সেন্ট্রাল ড্রাগ স্ট্যাআন্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সাম্প্রতিকতম নোটিসে তুলে দিল ‘ভেজাল’ ওষুধের তালিকা। দেখা গিয়েছে, এর মধ্যে একাধিক ওষুধ পাওয়া গিয়েছে শহর কলকাতায়। যা এসেছে ভিনরাজ্যু থেকে। ল্যা বরেটরিতে বাতিল হওয়া ওষুধের তালিকা দেখে চিকিৎসকদের মাথায় হাত! গুরুত্বপূর্ণ অ্যাছন্টিবায়োটিক, ক্যা নসারের ওষুধ, এমনকী মূত্রনালি সংক্রমণের ওষুধও ফেল করেছে গুণমান পরীক্ষায়।
প্রাথমিক তদন্তের পর ড্রাগ কন্ট্রোল বোর্ড জানিয়েছে, সিংহভাগ ‘নট স্ট্যায়ন্ডার্ড কোয়ালিটি’ ওষুধই বাংলায় এসেছে ভিনরাজ্য থেকে। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর জন্মভূমি গুজরাটও। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাাবরেটরিতে ক্যা নসার রোগীদের জন্যত ব্যাবহৃত হেপারিন ইঞ্জেকশন গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। দেখা গিয়েছে, গুজরাটের বড়োদরা থেকে এই ইঞ্জেকশন এসেছে বাংলায়।
পরীক্ষায় পাস করতে পারেনি অ্যাবজিথ্রোমাইসিন ট্যাুবলেট। Gnosis ফার্মাসিউটিক্যােলের তৈরি এই গুরুত্বপূর্ণ অ্যা ন্টিবায়োটিক হিমাচল প্রদেশের মগিনান্দ গ্রাম থেকে এসেছে বাংলায়।
বাতিল তালিকায় রয়েছে ক্ষুদ্রান্ত্রের আলসারের সিরাপ সুক্রালফেট (sucralfate, ব্যা চ নম্বর RL2412-10)। যা বাংলায় এসেছে উত্তরাখণ্ড থেকে। গুরুত্বপূর্ণ আরও একটি অ্যা ন্টিবায়োটিক অ্যা মোক্সিসিলিন পটাশিয়াম ক্লভুলানেট (Amoxycilin and potassium clavulanate) ও মান পরীক্ষায় পাস করতে পারেনি। নন স্ট্যাতন্ডার্ড কোয়ালিটি সে অযাল ন্টিবায়োটিকের ব্যা চ নম্বর BT240754। খোঁজ নিয়ে দেখা গিয়েছে এই অ্যা্ন্টিবায়োটিকও বাংলায় এসেছে হিমাচল প্রদেশের সোলান থেকে।
মূত্রনালির সংক্রমণ ঠেকাতে অত্য5ন্ত গুরুত্বপূর্ণ অ্যা ন্টিবায়োটিক Amikacin Sulphate Injection (ব্যা চ নম্বর 24AM19) গুণমান পরীক্ষায় ডাহা ফেল করেছে। ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা জানিয়েছেন, বাংলায় এই ওষুধ এসেছে তেলেঙ্গানার সংস্থা সাই প্যাররেনটেরালস লিমিটেডের কারখানা থেকে।