ভুয়ো যমুনা! কৃত্রিম ঘাটের ছবি ভাইরাল হতেই বাতিল মোদীর ছট পুজো

October 28, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:৫৪: দূষিত যমুনার পাশে কৃত্রিম ভাবে তৈরি হয়েছে ঘাট। সেখানে নাকি গঙ্গা থেকে জল এনে পুকুর তৈরি করা হয়েছে। তাতেই ছটপুজোর আয়োজন করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সেখানে ছটপুজার অভিনন্দন জানাতে পৌঁছে গিয়েছিলেন। ঘোষণা করা হয়েছিল, মঙ্গলবার নরেন্দ্র মোদী (Narendra Modi) সেখানে ছটপুজো উপলক্ষ্যে ডুব দিতে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই ভাইরাল হয়ে যায় গোটা কাণ্ড!

নানান সংবাদ মাধ্যম ও আম আদমি পার্টির (AAP) নেতারা ভুয়ো বাসুদেব ঘাটের (VAsedev Ghat) মুখোশ খুলে দেন। রাতারাতি মোদীর বাসুদেব ঘাটে যাওয়ার পরিকল্পনা বন্ধ হয়ে যায়। প্রকাশ্যে এসেছে,
যমুনার তীরে বাসুদেব ঘাটে আলাদাভাবে পরিশ্রুত জল ঢেলে কৃত্রিম ঘাট তৈরি হয়েছে। তারপর দুই দিন ধরে যমুনা পরিষ্কার হয়ে যাওয়ার প্রচার চালানো হয়।

যমুনার দূষিত জল এবং পাশে গড়ে ওঠা কৃত্রিম পুকুরের জলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ওই ঘাটেই মঙ্গলবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী মোদীর ডুব দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। কিন্তু ছবি ভাইরাল হতে বাতিল হয় মোদীর ছট পুজোর অনুষ্ঠান। নতুন পুকুর তৈরি নিয়ে সাফাই দেওয়া হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে এমনটা করা হয়েছে।

আপ নেতাদের দাবি, বাসুদেব ঘাটে (Vasudev Ghat) ‘নকল যমুনা’য় ছটপুজো ও সূর্য অর্ঘ্য বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদী। বিহার নির্বাচনের (Bihar Election) প্রাক্কালে বিহারের ভাবাবেগকে প্রভাবিত করার মরিয়া চেষ্টা করেছিলেন মোদী। তা ব্যর্থ হল। মোদী ছটের ছবি ভিডিও প্রকাশ করার সুযোগ পেলেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen