কথা রাখলেন মমতা, ময়নাগুড়ি ও ফালাকাটা পেল নয়া পুরসভা
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২২-এর আগে নতুন দুই পুরসভার ভোট নয়। সেখানে ভোট হতে পারে কয়েক মাস পরে
Authored By:

রাজ্যে বাড়ল আরও দু’টি পুরসভা। ওই দু’টি পুরসভা হল, ময়নাগুড়ি ও ফালাকাটা। এই দুই পুরসভার সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ করল রাজ্য নির্বাচন কমিশন। শীঘ্রই শুরু হবে ওয়ার্ড সংরক্ষণের কাজ। আগামী নভেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হবে। এরপর রাজ্যের বাকি পুরসভাগুলির সঙ্গে এই দুই পুরসভারও ভোটগ্রহণ হবে। রাজ্যে বর্তমানে ১২৫টি পুরসভা আছে, যা বেড়ে হল ১২৭টি। ইতিমধ্যেই ১১২টি পুরসভার ভোট বাকি। যদিও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২২-এর আগে নতুন দুই পুরসভার ভোট নয়। সেখানে ভোট হতে পারে কয়েক মাস পরে। এই দু’টি পুরসভা গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।