বাংলায় শিল্প, চাকরি নিয়ে মিথ্যে বলছে কেন্দ্র: অমিত মিত্র

টুইট করে তিনি বলেন, ‘বিজেপি মিথ্যে কথা রটাচ্ছে তা পরিষ্কার। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী প্রায় ১০০ টি ব্যাংক থেকে রাজ্যবাসী ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্যে প্রায় ৬৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এতে প্রায় ২৩ লক্ষ মানুষের কর্ম সংস্থানও হয়েছে।’

March 1, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ভোটের আগে তৃণমূলকে চাকরি এবং শিল্প নিয়ে খোঁচা দেওয়াটাই বিজেপির মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিল্প এবং বেকারত্ব নিয়ে।

এবার তথ্যের সাথে এই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Shah)। টুইট করে তিনি বলেন, ‘বিজেপি মিথ্যে কথা রটাচ্ছে তা পরিষ্কার। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী প্রায় ১০০ টি ব্যাংক থেকে রাজ্যবাসী ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্যে প্রায় ৬৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। এতে প্রায় ২৩ লক্ষ মানুষের কর্ম সংস্থানও হয়েছে।’

সুতরাং বিজেপির দাবি যে সম্পূর্ণ মিথ্যে, এদিন একথা পরিষ্কার করেছেন অর্থমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen