Gaza: দুর্ভিক্ষ আরও ভয়াবহ গাজায়, হুঁশিয়ারি রাষ্ট্রপুঞ্জের

July 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৬: গাজা (Gaza) উপত্যকায় দুর্ভিক্ষের (famine) পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে, আর সময় ফুরিয়ে আসছে সেখানকার মানুষের জন্য – এমনই সতর্কবার্তা দিয়েছে রাষ্ট্রপুঞ্জের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (World Food Programme) ও ইউনিসেফ (Unicef)। নতুন এক যৌথ রিপোর্টে তারা জানিয়েছে, খাদ্য এবং পুষ্টির (nutrition) মান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। এর অর্থ, আন্তর্জাতিকভাবে দুর্ভিক্ষ ঘোষণার জন্য প্রয়োজনীয় তিনটি শর্তের মধ্যে ইতিমধ্যেই দুটি পূর্ণ হয়েছে গাজায়।

এই অবস্থায় আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে, এবং পশ্চিমী দেশগুলির ওপর চাপ বাড়ছে যাতে তারা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করে। মার্চ মাস থেকে ইজরায়েল নতুন করে সামরিক অভিযান (military campaign) শুরু করার পর গাজায় ত্রাণ প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করে। যদিও পরে তারা একটি নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করেছিল, তবে সেটি বিভিন্ন বাধা ও সমস্যার মুখে পড়ে অকার্যকর হয়ে পড়ে।

গাজার সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা, এখন ভয়ংকর অপুষ্টির (malnutrition) শিকার। অনেক পরিবার দিনের পর দিন খাবার না পেয়ে বেঁচে থাকার জন্য গাছের পাতা ও দূষিত জল পান করছে ।

রাষ্ট্রপুঞ্জের (United Nations) প্রতিনিধিরা স্পষ্ট করেছেন, যদি অবিলম্বে, ব্যাপক মাত্রায় মানবিক সহায়তা পাঠানো না হয়, তাহলে গাজার হাজার-হাজার মানুষকে অনাহারে মারা যেতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen