কেকের মরশুমে কলকাতার বিখ্যাত দোকানগুলো সম্পর্কে ওয়াকিবহাল তো আপনি?

১৯২৭ এ সুইস দম্পতির তৈরি পার্ক স্ট্রিটের এই দোকানের ফ্রুট কেক, রাম অ্যান্ড রেইসিন কেক, ডান্ডি কেক, কাপ কেক এখনও ক্রিসমাস স্পেশাল

December 27, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউ মার্কেটের নাহুম
১৯০২ এ ইহুদি পরিবারের এই দোকানে রামবল, পাম কেক, ওয়ালনাট কেক মানুষ এখনও কেনেন ভিড় করে।

ফ্লুরিস
১৯২৭ এ সুইস দম্পতির তৈরি পার্ক স্ট্রিটের এই দোকানের ফ্রুট কেক, রাম অ্যান্ড রেইসিন কেক, ডান্ডি কেক, কাপ কেক এখনও ক্রিসমাস স্পেশাল

কুকিজার
১৯৮৫ থেকে কলকাতা নিবাসী বর্মন পরিবারের তৈরি এই দোকানে এখনও দেদার বিকোয়
স্নোম্যান কেক, চকলেট পেস্ট্রি, ক্রিসমাস পুডিং

বড়ুয়ার কেক
বাঙালি পরিবারের জেদে তৈরি ১৯৪৭ এ বো ব্যারাক লাগোয়া এই দোকানের ছানার কেক প্রসিদ্ধ

সালদানহা
গোয়ানিজ পরিবারের হাতে ১৯৩০ এ তৈরি এই দোকানে
ওয়ালনাট কেক, ব্রিটিশ টি টাইম কেক, কোকোনাট ম্যাকারুন , ব্লু বেরি মাফিন বিখ্যাত

ললিত গ্রেট ইস্টার্ন
১৮৩০ এ ইংরেজ উইলসনের তৎকালীন গ্রেট ইস্টার্ন হোটেলের বেকারি এখনও জনপ্রিয় পাম পুডিং, স্টার কুকিজ, পিনাট বাটার কুকিজ, ক্রিসমাস ফ্রুট কেকের জন্য

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen