বিশ্বকাপ জয়ের খুশিতে যা করলেন হারমানপ্রীত ও স্মৃতি, তা দেখে স্তম্ভিত ভক্তরা!

November 5, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪০: ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথমবার মহিলা ক্রিকেটে বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছেন অধিনায়ক হারমানপ্রীত কৌর ও সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা। কিন্তু তাদের এই উদযাপন ছিল একেবারেই অন্যরকম। স্মৃতি ও হারমানপ্রিত নিজের হাতে করালেন বিশ্বকাপ ট্রফির ট্যাটু! হারমানের হাতে খোদাই করা ট্রফিতে রয়েছে ‘2025’— বিজয়ের বছর এবং ‘52’— ফাইনালের জয়ের ব্যবধান। স্মৃতির হাতের ট্যাটুতে আবার বিশ্বকাপ ট্রফির গায়ে জড়ানো দেশের পতাকা এবং অশোক চক্র।

ইনস্টাগ্রামে নিজের নতুন ট্যাটুর ছবি শেয়ার করে হারমান লিখেছেন, *“চিরদিনের জন্য গায়ে ও মনে খোদাই হয়ে রইল এই মুহূর্ত। প্রথম দিন থেকেই এই স্বপ্ন দেখেছি, আজ প্রতিদিন সকালে এটি দেখে কৃতজ্ঞ হব।”*

এই বিজয়ের সঙ্গে নতুন ইতিহাস রচনা করলেন হারমানপ্রীত কৌর। তিনিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি জাতীয় দলকে আইসিসি ট্রফি এনে দিলেন। ২৫ বছর পর মহিলা ক্রিকেটে উঠে এল নতুন চ্যাম্পিয়ন ভারত।

বিসিসিআই প্রকাশিত এক ভিডিওতে হারমানপ্রিত কৌর বলেন, *“ছোটবেলায় ভাবতাম, কখন এই নীল জার্সি পরব! তখন মহিলা ক্রিকেট সম্পর্কে খুব বেশি জানতাম না, কিন্তু জানতাম— একদিন আমি দেশের জন্য কিছু করবো। স্বপ্ন দেখা থামিও না, কারণ স্বপ্নই তোমার গন্তব্য ঠিক করে।”*

তিনি আরও বলেন, *“সবসময় ভেবেছি, এটা হবে, এটা সম্ভব। কবে বা কীভাবে, তা জানতাম না, কিন্তু বিশ্বাস ছিল— একদিন হবেই। আর সেই বিশ্বাসই আজ বাস্তব।”*

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দল মঙ্গলবার রাতে দেশে ফিরে এসেছে। বুধবার সকালে তাঁদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ক্রীড়া ইতিহাসে এই দিনটি থাকবে স্বর্ণাক্ষরে লেখা। কারণ এই জয় সব লিঙ্গ বৈষম্য ভেঙে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen