নজরে বিহার, বাংলা, অসম, কেরলের ভোট, রাজ্যে রাজ্যে BJP বিরোধী প্রচার চালাবে কৃষকেরা
রাজ্যে রাজ্যে নির্বাচনকে মাথায় রেখেই রাজ্যভিত্তিক আন্দোলন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত কিষান মোর্চা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০২: স্বাধীন ভারতের সর্ববৃহৎ কৃষক আন্দোলনের গড়ে উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে। কৃষি বিল প্রত্যাহার করা হলেও এখনও কৃষকদের দাবিদাওয়া মেটেনি বলেই অভিযোগ। অন্যদিকে, কৃষকেরা লাগাতার মোদী তথা বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন। ফের BJP বিরোধিতার সুর আরও চড়া করতে চলেছেন আন্দোলনকারী কৃষকরা।
চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। আগামী বছরই অসম, কেরলেও বিধানসভা নির্বাচন হবে। রাজ্যে রাজ্যে নির্বাচনকে মাথায় রেখেই রাজ্যভিত্তিক আন্দোলন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত কিষান মোর্চা। এই মর্মে বিভিন্ন রাজ্যে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির কমিটিকে বৈঠকে বসার নির্দেশও দেওয়া হয়েছে কৃষক নেতৃত্বের তরফে।
ইতিমধ্যেই বাংলা থেকে আন্দোলন শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, আগামী ১৩ আগস্ট বাংলা তথা সারা দেশেই পুঁজিবাদ ভারত ছাড়ো শীর্ষক আন্দোলন কর্মসূচিতে শামিল হবেন কৃষকরা। আন্দোলনকারীদের অভিযোগ, চাষিদের স্বার্থরক্ষায় কোনও পদক্ষেপ করছে না মোদী সরকার। শুধুমাত্র পুঁজিপতিদের কথা চিন্তাভাবনা করা হচ্ছে। চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। বলাবাহুল্য, এতে মোদী সরকার ও বিজেপির অস্বস্তি বাড়বে বই কমবে না।