নয়া সংসদভবনের উদ্বোধনের দিনে দিল্লির রাজপথে পুলিশের হাতে আটক পদকজয়ীরা
রাজধানীর বুকে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন দেশের কুস্তিগিররা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বহু বিতর্ক পেরিয়ে, হাজারও বিতর্কের সৃষ্টি করে পথ চলা শুরু হল নয়া সাংসদ ভবনের কিন্তু আজকের দিনে দিল্লিতে একদিকে যখন গণতন্ত্রের মন্দিরের উদ্বোধন হচ্ছে, ঠিক সেই সময় রাজধানীতেই পুলিশের হাতে আটক হলেন দেশের পদকজয়ী কৃতীরা।

রাজধানীর বুকে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন দেশের কুস্তিগিররা। তাদের দাবিতে অনড় তারা। দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনে আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছিলেন কুস্তিগিররা। নয়া সংসদ ভবনের সামনে মহিলা সম্মান মহাপঞ্চায়েত বসানোর উদ্যোগ নিয়ে এদিন তাঁরা সেখানে উপস্থিত হলে, যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগির ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে আটক করেছে পুলিশ।
বিভিন্ন রাজ্যের খাপ পঞ্চায়েত, কৃষক ও কুস্তিগিররা আজ শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছিলেন। নতুন সংসদ ভবনের দিকে আন্দোলনকারীরা এগিয়ে যেতেই, তাঁদের বাধা দেয় পুলিশ। এরপরই বাঁধে সংঘর্ষ। বজরং পুনিয়া ও সাক্ষী মালিককে আটক করে পুলিশ। ভিন রাজ্য থেকে কৃষক বা অন্য কেউ যাতে বিক্ষোভ দেখাতে না আসতে পারেন, তাই পুলিশি নিরাপত্তায় রাজধানীকে মুড়ে ফেলা হয়েছে।