প্রকাশিত একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা, স্বচ্ছতা বজায় রাখতে নাম রয়েছে অনুত্তীর্ণদেরও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বুধবার সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবার এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে কমিশন। মেধা তালিকা ও ওয়েটিং লিস্টের পাশাপাশি প্রকাশ করা হয়েছে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকাও।
কমিশনের এই সিদ্ধান্তের ফলে পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থীই নিজেদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। উত্তীর্ণ, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী এবং অকৃতকার্য- প্রত্যেকেই জানতে পারবেন তাঁদের প্রাপ্ত নম্বর ও স্ট্যাটাস। গত বছর ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।
কমিশন সূত্রে খবর, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে কাউন্সেলিং প্রক্রিয়া। মোট ১২,৪৪৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মেধাতালিকার ক্রম অনুযায়ী কাউন্সেলিং পর্বে প্রার্থীরা নিজেদের পছন্দের স্কুল বেছে নিতে পারবেন। তবে SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই ইঙ্গিত দিয়েছেন যে, বিপুল সংখ্যক প্রার্থীর কাউন্সেলিং এবং স্কুল অ্যালটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও আইনি জটে আটকে ছিল মেধাতালিকা। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে গত ২৭ ডিসেম্বর ১৫৪ জন চাকরিপ্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য তালিকা প্রকাশ করা হয় এবং ৩০ ডিসেম্বর তাঁদের তথ্য যাচাই হয়। এরপর ৮ জানুয়ারি ৪৯ জনকে ইন্টারভিউতে ডাকা হয়। এই প্রক্রিয়া শেষ হওয়ার দু’সপ্তাহের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন।
বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, সামনেই সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় ২৭ জানুয়ারির আগে কাউন্সেলিং ও স্কুল বাছাই পর্ব শুরু করা সম্ভব হবে না। যদিও সুপ্রিম কোর্ট (Supreme Court) শিক্ষক নিয়োগের জন্য ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে, তবুও রাজ্য সরকার বিধানসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাইছে।