অবশেষে স্বস্তি! অভিষেকের উদ্যোগে ইরাক থেকে ফিরছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৩: দীর্ঘ আট মাসের উদ্বেগের পর অবশেষে ঘরে ফিরতে শুরু করেছেন ইরাকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা। ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হস্তক্ষেপে এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
বুধবার মফিজুল মণ্ডল নামে এক শ্রমিক দেশে ফিরেছেন। মথুরাপুরের সাংসদ বাপি হালদার (Bapi Halder) জানিয়েছেন, “আগামী শনিবার আরও তিনজন শ্রমিক ইরাক থেকে রওনা দেবেন।” তিনি আরও জানান, “ওই শ্রমিকদের পাসপোর্ট এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে প্রস্তুত করতে সময় লাগছে।”
দুই বছর আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে ১২ জন শ্রমিক একটি এজেন্সির মাধ্যমে ইরাকের (Iraq) একটি কারখানায় কাজ করতে যান। চুক্তির মেয়াদ শেষ হলেও তাঁদের আটকে রেখে মজুরি বন্ধ করে দেওয়া হয়, এমনকি মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি সামনে আসে। ভিডিওতে শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে দেশে ফেরার আবেদন জানান। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাপি হালদার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
বৃহস্পতিবার বাপি হালদার তাঁর সাংসদ কার্যালয়ে শ্রমিকদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। শ্রমিকদের পরিবারের তরফে জানানো হয়েছে, “পরিবারের রোজগেরে মানুষজন দেশের বাইরে আটকে থাকায় তাঁদের খাওয়া পরার সংস্থান ছিল না। খুবই দুশ্চিন্তায় ছিলাম। তৃণমূল কংগ্রেস আমাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, এখন শুধু চাই আমাদের প্রিয়জনরা নিরাপদে বাড়ি ফিরে আসুক।” তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন।