BJP বিধায়ক মুকুটমণির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ! FIR দায়ের স্ত্রীর

এ ব্যাপারে মুকুটমণির পরিবারের কারও সঙ্গেও কথা বলা যায়নি। কেউই ফোন ধরছেন না।

June 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
BJP বিধায়ক মুকুটমণির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর খোঁজ পাওয়া যাচ্ছে না! কলকাতায় রেজিস্ট্রি বিয়ে করেছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। ২৮ মে বিয়ে উপলক্ষ্যে পাত্রীর পিকনিক গার্ডেনের বাড়িতে উপস্থিত হন দুই পরিবারের সদস্যরা। অথচ অভিযোগ, বিয়ের ঠিক পরদিন থেকেই নাকি স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরীকে বিবাহবিচ্ছেদের জন্য চাপ দিতে শুরু করেন বিজেপি বিধায়ক। এমনকী নিজের স্ত্রীকে সামাজিক স্বীকৃতি দিতেও অস্বীকার করেন বলে শোনা যাচ্ছে। স্ত্রীর কাছ থেকে ১ কোটি টাকা দাবি করেছেন বলেও অভিযোগ। তাই বিধায়কের বিরুদ্ধে ৭ জুন তিলজলা থানায় এফআইআর দায়ের করেন স্বস্তিকা ভুবনেশ্বরী, এমনটাই সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে। স্ত্রী স্বস্তিকা নাকি মোট ৬টি ধারায় অভিযোগ দায়ের করেছেন মুকুটমণির বিরুদ্ধে যার মধ্যে আছে বধূ নির্যাতন, জোর করে টাকা আদায়, বিশ্বাসভঙ্গ, আটকে রাখা ও হুমকি দেওয়ার মতো অভিযোগ। তার পর থেকেই নাকি আড়ালে মুকুটমণি।

তবে এ ব্যাপারে মুকুটমণির পরিবারের কারও সঙ্গেও কথা বলা যায়নি। কেউই ফোন ধরছেন না। বিজেপির রাজ্য নেতৃত্বও এ ব্যাপারে নীরব। সকলেই বলছেন, বিষয়টি ‘পারিবারিক এবং ব্যক্তিগত’। তবে প্রকাশ্যে না বললেও দলের ‘সম্পদ’ হিসাবে পরিচিত মুকুটমণির বিপদ নিয়ে উদ্বিগ্ন রাজ্য নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen