বড়বাজারের রাসায়নিক গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

January 15, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৫: বিবি গাঙ্গুলি স্ট্রিটের রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ড কলকাতায়। বৃহস্পতিবার দুপুরে বড়বাজারের বনফিল্ড লেনে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। জনবহুল ও ঘিঞ্জি এলাকায় আগুনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, এ দিন দুপুরে ওই এলাকার একটি তিনতলা ভবনের একতলায় থাকা রাসায়নিক গুদামে আচমকাই আগুন লাগে। দাহ্য রাসায়নিক থাকায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় ব্যবসায়ীরা ধোঁয়া বের হতে দেখেই দমকলে খবর দেন। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাসায়নিক পোড়ার ফলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

দমকল সূত্রে খবর, আগুন নেভানোর কাজ জোরকদমে চললেও তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। বড়বাজারের মতো ঘিঞ্জি এলাকায় পাশাপাশি বহু পুরনো বাড়ি ও দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

উল্লেখ্য, মাত্র ২৪ ঘণ্টা আগেই শহরের বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানে ভয়াবহ আগুন লেগেছিল। পর পর দু’দিন শহরের বুকে দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen