বিহারের মধুবনী স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভয়াবহ আগুন! পুড়ল একের পর এক কামরা
এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই
February 19, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বিহারের মধুবনী (Madhubani Train Fire) রেলওয়ে স্টেশনের (Madhubani Railway Station) একটি খালি ট্রেনে ভয়াবহ আগুন।পুড়ে ছাই পাঁচটি বগি। শনিবার সকালে জয়নগর থেকে নয়াদিল্লি স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় পুলিস ঘটনাস্থলে পৌঁছোয়।পূর্ব মধ্য রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, সকাল ৯টা ৫০ এ আগুন নেভানো হয়েছে।এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।