ODI অধিনায়ক হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন, রোহিত-কোহলি জুটি নিয়ে কী বললেন গিল?

October 9, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১১: সদ্য ভারতীয় ক্রিকেটে রোহিত যুগের অবসান ঘটেছে এবং শুরু হল এক নতুন অধ্যায়। ওডিআই ফরম্যাটে অধিনায়ক হিসেবে অসাধারণ জয়ের ধারা অব্যাহত রেখে অবসর নিয়েছেন রোহিত শর্মা। আর সেই ব্যাটন এখন হাতে তুললেনিয়েছেন শুভমন গিল। ২৬ বছর বয়সেই তিনি হয়ে গেলেন ভারতের অন্যতম কনিষ্ঠ ওডিআই অধিনায়ক। নির্বাচকদের তরফে এই সিদ্ধান্ত খুব একটা অপ্রত্যাশিত ছিল না। টেস্টে তিনি ইতিমধ্যেই দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং ওডিআইতেও তাঁকেই পরবর্তী নেতা হিসেবে দেখা হচ্ছিল অনেক দিন ধরেই।

বৃহস্পতিবার প্রথমবার অধিনায়ক হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিলের মধ্যে ছিল না অতিরিক্ত উত্তেজনা বা নার্ভাস ভাব বরং তিনি ছিলেন বেশ আত্মবিশ্বাসে ভরা। তিনি স্পষ্ট বললেন, “রোহিত ভাইয়ের যে শান্ত মেজাজ, সেটাই আমি নিজের মধ্যে আনতে চাই। দলের মধ্যে বন্ধুত্ব আর বিশ্বাস গড়ে তোলাটাই আমার লক্ষ্য।”

ভারতীয় দলের সফলতার অন্যতম ভিত্তি ছিল রোহিতের সেই পারস্পরিক বোঝাপড়ার সংস্কৃতি, যা ড্রেসিংরুমে তৈরি করেছিলেন তিনি। গিল সেই সংস্কৃতি ধরে রাখতে চান। তিনি জানিয়েছেন, মাঠের ভেতরে যেমন শান্ত থেকে সিদ্ধান্ত নিতে চান, তেমনি মাঠের বাইরে সতীর্থদের মধ্যে একতার পরিবেশ বজায় রাখতে চান।

এই পরিবর্তনের প্রেক্ষাপটে সবচেয়ে বড় প্রশ্ন ছিল—রোহিত ও কোহলির ভবিষ্যৎ। দুই সিনিয়র ক্রিকেটারই ইতিমধ্যে টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে সরে এসেছেন। তাই তাঁদের ওডিআই ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন নতুন অধিনায়ক। গিল বললেন, “ওরা দু’জন ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা অমূল্য। অস্ট্রেলিয়া সফরেও ওরা দলে থাকছে।”

২০২৫ সালের ICC Champions Trophy জয়ের পর রোহিতের হাতে থেকে দায়িত্ব এখন গিলের হাতে। কিন্তু নেতৃত্বের ধরণে রোহিতের শান্ত মনোভাব ও দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার পরিবেশই নতুন অধ্যায়ের মূল ভিত্তি হতে চলেছে। গিলের কথাতেই ফুটে উঠল—নতুন পথচলা শুরু হলেও রোহিতের প্রভাব থাকছে অবিচ্ছেদ্যভাবে।

এ যেন এক যুগের সূচনা, যেখানে নতুন অধিনায়ক আগের সাফল্যের ছাপ ধরে রেখে দলকে আরও উঁচুতে নিয়ে যেতে চান। ভারতের ক্রিকেট এখন তাকিয়ে নতুন অধিনায়কের দিকে—তিনি কি পারবেন রোহিতের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে? সময়ই দেবে তার উত্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen