Weather Update: ভোরে কুয়াশা, দিনে রোদ, বাংলায় শীতের ইনিংস শেষ?

January 17, 2026 | < 1 min read

Authored By:

Raj Raj
Published by: Raj
ছবি সৌজন্যে: bengali.abplive.com

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০: ভোরে কুয়াশা ও শীত, দিনে বাড়ছে উষ্ণতা—এটাই এখন বাংলার আবহাওয়ার চিত্র। শীত বিদায়ের আগে শেষবারের মতো দাপট দেখাচ্ছে। ভোরের দিকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে এই শীত আর বেশিদিন নয়। সপ্তাহের শেষ থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে, হালকা ঠান্ডার আমেজও ধীরে ধীরে কমে যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে পারদ প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের বেলায় শীতের রেশ থাকলেও রাত ও ভোরের ঠান্ডা হবে তুলনামূলক নরম।

শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও দিনাজপুরেও কুয়াশার দাপট থাকবে। অনেক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নামতে পারে, ফলে যান চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা।

মাঘের শুরুতে শীতের এটাই শেষ প্রদর্শন। রবিবার থেকে সূর্যের উষ্ণতা বাড়বে—আর কয়েকদিন পরই বাংলায় বসন্তের ছোঁয়া স্পষ্ট হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen