রাজনৈতিক কাজের চাপে ছোটপর্দায় আত্মপ্রকাশ থেকে সরে দাঁড়ালেন বাবুল সুপ্রিয়
ছোট পর্দায় ধারাবাহিকে বাবুল সুপ্রিয়র ডেবিউ করা মোটামুটি ঠিকই ছিল।
January 24, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ছোট পর্দায় ধারাবাহিকে বাবুল সুপ্রিয়র ডেবিউ করা মোটামুটি ঠিকই ছিল। সেই মতো লুক সেট হয়েছিল, অডিশন দিয়েছিলেন। কিন্তু প্রশ্নচিহ্নও ছিল। তাঁর রাজনৈতিক কেরিয়ার সামলে মাসে ২২-২৩ দিন শুটিংয়ের জন্য সময় দিতে পারবেন কি না। শেষ পর্যন্ত সেটাই বাধা হয়ে দাঁড়াল তাঁর ডেলিসোপে আত্মপ্রকাশে। তাই ইচ্ছে থাকলেও এতটা সময় দিতে না পারার কারণে সরে দাঁড়িয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির প্রাক্তন সাংসদ বাবুল।
তবে নিন্দুকেরা অবশ্য অন্য কথা বলছে। বাবুলের অডিশন নাকি সকলের মনে ধরেনি। আপাতত বাবুলের জায়গায় ধারাবাহিকটিতে অভিনয়ের জন্য এখন অন্য জনপ্রিয় মুখের খোঁজ চলছে।