ভিন দেশের পড়ুয়াদের কিভ থেকে সীমান্ত পার করাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা ইউক্রেনের

গত চারদিন ধরে প্রবল সংঘর্ষ চলছে ইউক্রেনে

February 27, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

গত চারদিন ধরে প্রবল সংঘর্ষ চলছে ইউক্রেনে। রাশিয়ান সেনার আক্রমণে আগুন জ্বলছে সেদেশের বহু জায়গায়। সংঘর্ষ শুরু হয়েছে রাজধানী কিয়েভেও। এরই মধ্যে সেদেশে আটকে বহু ভারতীয় পড়ুয়া। কিয়েভের বিভিন্ন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন তারা। অনেকেই পায়ে হেঁটে সীমান্ত পার করার চেষ্টা চালাচ্ছেন। এই পরিস্থিতিতে এবার ভারতীয় সহ বিভিন্ন দেশে পড়ুয়া, কিয়েভবাসীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ইউক্রেনের রেল কর্তৃপক্ষ। কিয়েভ ছেড়ে যারা যেতে চান, তাঁদের দেশের সীমান্ত পার করে দেবে এই ট্রেন।

এদি ইউক্রেনে ভারতীয় দূতাবাস এক টুইট করে জানায়, কিয়েভ স্টেশন থেকে বিশেষ ট্রেন ছেড়ে যাবে সীমান্তের উদ্দেশে। ভারতীয় পড়ুয়ারা সেই ট্রেনে করে দেশ ছাড়তে পারেন। পাশাপাশি পূর্ব ইউক্রেন থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় পড়ুয়াদের। ভারতীয় দূতাবাস জানিয়েছে এই ট্রেন যাত্রার জন্য ভারতীয় পড়ুয়াদের থেকে কোনও পয়সা নেবে না ইউক্রেন রেল কর্তৃপক্ষ।

এদিন প্রধানমন্ত্রী মোদী ভোট প্রচারে গিয়ে বলেন যে ভারতীয়দের ইউক্রেন থেকে দেশে ফেরাতে তাঁর দেশ অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের উপর পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। সেই হামলা শুরুর পর আজকে চতুর্থ দিন। এই আবহে মোদী বলেন, ‘ভারত সর্বদা প্রতিটি নাগরিকের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।’

উল্লেখ্য, কয়েক হাজার ভারতীয় ইউক্রেনে আটকে৷ এর মধ্যে বাংলার শতাধিক নাগরিকও রয়েছেন। এদের কেউ পড়ুয়া, কেউ বা চাকরিজীবী। শুকনো খাবার খেয়েই এখন তাঁরা আছেন। যত দ্রুত সম্ভব ভারতে ফিরে আসার অপেক্ষা করছেন তাঁরা। তাঁদের পরিবারের সদস্যরাও দিনরাত প্রার্থনা করছেন যাতে তাঁদের ঘরের ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরে আসেন। তাঁদের দেশে ফেরানোর সবরকম চেষ্টা করছে ভারত সরকার৷ পোল্যান্ড, রোমানিয়া ছাড়াও স্লোভাকিয়া, হাঙ্গেরি সীমান্তেও বিদেশমন্ত্রকের আধিকারিকরা উপস্থিত হয়েছেন ভারতীয়দের সাহায্যের জন্য৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen