হাসিনা ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন প্রধান বিচারপতি গ্রেপ্তার, ‘বদলার সরকার’ চালাচ্ছেন ইউনুস?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৯: হাসিনা ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করল ঢাকা পুলিশ। বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি থেকে তাঁকে আটক করা হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি,
তাঁর বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে।
২০১০-র সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধান বিচারপতির পদে নিযুক্ত হয়েছিলেন খায়রুল হক। অবসরের পর ২০১৩ সালে হাসিনার সরকারের জমানায় আইন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হন তিনি। পরবর্তীতে ধাপে ধাপে তাঁর পদের মেয়াদ বৃদ্ধি করা হয়। হাসিনা ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাঁকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন তুলেছিল খালেদা জিয়ার বিএনপি।
প্রধান বিচারপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছিলেন এবিএম খায়রুল হক। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার রায় দিয়েছিলেন তিনি। হাইকোর্টে থাকাকালীন শেখ মুজিবর রহমান হত্যা মামলার রায়ও দিয়েছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দেন তিনি। ফতোয়া অবৈধ ঘোষণার রায়ও দিয়েছিলেন খায়রুল হক।
অন্যদিকে, ছাত্রদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেই যাচ্ছে মহম্মদ ইউনুসের সরকার। ২১ জুলাই দুপুরে বিমান দুর্ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছিল জনতা। মাইলস্টোন স্কুল ও কলেজে দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা স্থগিত না-করায় এবং আরও একাধিক অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয় ঢাকা। ২২ জুলাই দুপুরে থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই ঘটনায় এবার ১২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ‘দাঙ্গা সৃষ্টি করে সচিবালয়ে প্রবেশ, ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপের’ অভিযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের উপর লাঠিপেটার অভিযোগ উঠেছে মহম্মদ ইউনুসের পুলিশের বিরুদ্ধে। আহত ৭৫ জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়।