প্রয়াত ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

দীর্ঘ অসুস্থতার পর আজ সকাল ৮:৫৬ মিনিটে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে মারা যান তিনি

August 4, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০:০০: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন প্রয়াত।

দীর্ঘ অসুস্থতার পর আজ সকাল ৮:৫৬ মিনিটে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে মারা যান তিনি। স্ট্রোকের পর গত এক মাস ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং কিডনির সমস্যায়ও ভুগছিলেন।

মৃত্যুকালে জেএমএম প্রধানের বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। সোমবার সকালে তাঁর পুত্র তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সমাজ মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ জানান। তিনি লেখেন, ‘‘শ্রদ্ধেয় দিশোম গুরুজি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম।’’

শিবু সোরেন ছিলেন ঝাড়খণ্ড আন্দোলনের অন্যতম মুখ। ২০০০ সালে বিহার ভেঙে আলাদা রাজ্যের স্বীকৃতি পায় ঝাড়খণ্ড, সেই আন্দোলনই শিবু সোরেনকে অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠা দেয়। ২০০৫ সালে ১০ দিনের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। পরে ২০০৮ থেকে ২০০৯ এবং ২০০৯ থেকে ২০১০ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কেন্দ্রের কয়লামন্ত্রীর পদও সামলেছেন ঝাড়খণ্ডের গুরুজী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen