মিলছিল না কিউআর কোড, SIR আতঙ্কে কাঁথিতে মৃত্যু প্রাক্তন পঞ্চায়েত প্রধানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৮: ফের রাজ্যে SIR আতঙ্কে মৃত্যু! এ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে SIR আতঙ্কে মারা গেলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুষমারানি মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, এনুমারেশন ফর্মের (Enumeration form) কিউআর কোড (QR code) মিলছিল না বলে সোমবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬১ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেশপ্রাণ ব্লকের পূর্ব আমতলিয়া গ্রামের বাসিন্দা সুষমা মণ্ডল দু’বারের পঞ্চায়েত প্রধান ছিলেন। তিনি এবং তাঁর স্বামী প্রসূন মণ্ডল নিয়ম মতো ফর্ম পূরণ করে বুথ লেভেল অফিসারের (BLO) হাতে জমা দিয়েছিলেন। কিন্তু ফর্ম আপলোডের সময় সমস্যা দেখা দেয়। কিউআর কোড (QR code) মিলছিল না বলে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। প্রসূনের অভিযোগ, একাধিকবার বিএলও (BLO) ও পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েও সমাধান হয়নি। এতে আতঙ্কে ভুগছিলেন স্ত্রী।
প্রসূন জানান, স্ত্রী বারবার বলছিলেন, “আমি দু’বারের পঞ্চায়েত প্রধান। অথচ আমার ফর্ম আপলোড হচ্ছে না। এত বার ভোট দিয়েছি, তবু নাম বাদ পড়তে পারে।” এই মানসিক চাপেই অসুস্থ হয়ে পড়েন তিনি।